রাজ্যে এবার নতুন ১০০ কোটি টাকার দুর্নীতিতে সিবিআই তল্লাশি জাতীয় বিশেষ খবর রাজ্য December 16, 2017 রাজ্যজুড়ে এখনো মিলিয়ে যায় নি সারদা ও নারদ কাণ্ডের সিবিআই তদন্তের রেশ। তার মাঝেই নতুন এক ১০০ কোটি টাকার দুর্নীতিতে শহর ও শহরতলির চারটি জায়গায় হানা দিল সিবিআই। সূত্রের খবর দিল্লিতে বিএসএনএলের একটি ১০০ কোটি টাকার কেলেঙ্কারির মামলা দায়ের হয়েছিল, সেই মামলার পরিপ্রেক্ষিতে সল্টলেকে দুটি বাড়িতে, নিউ আলিপুর এবং কৃষ্ণনগরে হানা দেয় সিবিআই। এই মামলায় প্রধান অভিযুক্তরা ছত্রিশগড়ের হলেও, তাঁদের আত্মীয়দের যোগ রয়েছে তল্লাশি চালানো জায়গা গুলিতে বলে জানা যাচ্ছে। তাই তদন্তের খাতিরে আত্মীয়দের বয়ান রেকর্ড করার পাশাপাশি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেনও খতিয়ে দেখা হয়েছে। কালকের হানায় সিবিআই বেশকিছু নথি বাজেয়াপ্ত করেছে বলে জানা গিয়েছে। আপনার মতামত জানান -