এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > মমতার উত্তরবঙ্গ সফর: সংস্পর্শে আসার সম্ভাবনা থাকা প্রত্যেকের করোনা পরীক্ষা করে তবেই ছাড়!

মমতার উত্তরবঙ্গ সফর: সংস্পর্শে আসার সম্ভাবনা থাকা প্রত্যেকের করোনা পরীক্ষা করে তবেই ছাড়!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা পরিস্থিতির কারণে সমস্ত রকম জমায়েত মূলক কর্মসূচি বন্ধ হয়ে ছিল দীর্ঘদিন। রাজনৈতিক সভা-সমাবেশ থেকে শুরু করে সরকারি অনুষ্ঠান সমস্ত কিছুই স্থগিত করে রাখা হয়েছিল। তবে অবশেষে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারণে সচল হতে শুরু করেছে সবকিছু। তবে করোনা ভাইরাস যেহেতু মানুষে মানুষে সংস্পর্শে দ্রুত ছড়িয়ে পড়ে, তাই এই ব্যাপারে সকলকে এখনও পর্যন্ত সচেতন থাকতে হচ্ছে। আর এমত পরিস্থিতিতে আগামী সোমবার তিন দিনের জন্য শিলিগুড়ি সফরে আসার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

এদিকে রাজ্যের প্রশাসনিক প্রধানের এই সফরকে ঘিরে যাত্রাপথ থেকে শুরু করে বাংলো, এমনকি বৈঠকের জায়গা পর্যন্ত কড়া নজরদারিতে রাখা হয়েছে। এমনিতেই মুখ্যমন্ত্রী কোথাও গেলে কড়া নিরাপত্তাব্যবস্থা লাগু করা হয়। কিন্তু তার মধ্যে এবার করোনা ভাইরাস থাকার কারণে সকলেরই করোনা টেস্ট করিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠকে নিয়ে যাওয়া হবে বলে খবর। অর্থ্যাৎ রাজ্যের প্রশাসনিক প্রধানের এই সফরে যাতে কেউ করোনা আক্রান্ত হয়ে সেখানে যেতে না পারেন এবং তার ফলে রাজ্যের উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে জনপ্রতিনিধিদের শরীরে করোনা ভাইরাস প্রবেশ করতে না পারে, তার জন্যই এত কড়াকড়ি বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত উল্লেখ্য, সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আগামী 28 সেপ্টেম্বর বিকেলে বিমান করে কলকাতা থেকে বাগডোগরা আসবেন মুখ্যমন্ত্রী। পরের দিন 29 সেপ্টেম্বর জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে তার। আর তারপরই 30 সেপ্টেম্বর দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলার প্রশাসনিক বৈঠক করবেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তবে এবার প্যান্ডেল করে বৈঠক করা হচ্ছে না।

জানা গেছে, উত্তরবঙ্গের উত্তরকন্যা’-র অডিটোরিয়ামে প্রত্যেকটি জেলা থেকে জেলা শাসক এবং পুলিশ সুপাররা উপস্থিত থাকবেন। এছাড়াও বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অফিসারদের উপস্থিত থাকার ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই বৈঠকে উপস্থিত উচ্চপদস্থ আধিকারিক ও কর্তা ব্যক্তি যারা মুখ্যমন্ত্রীর কাছাকাছি আসবেন, তাদের বেশি করে করোনা টেস্ট করার চিন্তাভাবনা শুরু হয়েছে।

জানা গেছে, ইতিমধ্যেই পুলিশ গোয়েন্দা দপ্তর থেকে শুরু করে বাংলো, প্রশাসন এবং গাড়ির কর্মীদের করোনা পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার সকাল থেকে শিলিগুড়ি জেলা হাসপাতালে আলাদা করে টেস্টের ব্যবস্থা করানো হয়েছে। ইতিমধ্যেই 100 জনকে এই টেস্ট করানো হয়েছে বলে খবর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে শনিবার থেকেই যারা বাংলো, গাড়ি, মুখ্যমন্ত্রীর অফিস এবং অডিটোরিয়াম দেখভাল করবেন, তাদের সকলের টেস্ট করার প্রক্রিয়া শুরু করে দেয়া হয়েছে। অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতার উপর যেমন জোর দেওয়া হচ্ছে, ঠিক তেমনই যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, সেই সমস্ত কর্মীদের করোনা টেস্ট করিয়ে নিয়ে নিশ্চিত হতে চাইছে জেলা প্রশাসন। অর্থাৎ মুখ্যমন্ত্রীর সংস্পর্শে থাকা আধিকারিক এবং কর্তা ব্যক্তিদের শরীরে যাতে কোনোভাবেই করোনাভাইরাস না থাকে এবং যদি থাকে তাহলে যে তাদের মুখ্যমন্ত্রীর কাছাকাছি যেতে দেওয়া হবে না, তা কার্যত স্পষ্ট হয়ে যাচ্ছে জেলা প্রশাসনের উদ্যোগে।

একাংশ বলছেন, এমনিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কড়াকড়ি। তার ধারে কাছে নির্দিষ্ট কিছু ভিআইপি ছাড়া অন্যান্য কাউকে যেতে দেওয়া হয় না। কিন্তু এবার করোনা ভাইরাস থাকার কারণে স্বাস্থ্যবিধি মেনে চলতে হচ্ছে সকলকে। তাই এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের সময়কালে যাতে কেউ করোনা ভাইরাস পজিটিভ হয়ে তার সংস্পর্শে আসতে না পারেন, তার জন্যই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। স্বভাবতই মুখ্যমন্ত্রীর সফরের আগে এখন নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি করোনার কারণে উপযুক্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হচ্ছে সকলকে। সব মিলিয়ে রাজ্যের প্রশাসনিক প্রধানের উত্তরবঙ্গ সফরের আগে এখন রীতিমত জোরকদমে চলছে করোনা টেস্টের কাজ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!