এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দলীয় সমস্ত বিধায়ককে নিয়ে আজ মহা বৈঠকে বসছেন অভিষেক! তীব্র জল্পনা শুরু তৃণমূলের অন্দরমহলে

দলীয় সমস্ত বিধায়ককে নিয়ে আজ মহা বৈঠকে বসছেন অভিষেক! তীব্র জল্পনা শুরু তৃণমূলের অন্দরমহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সামনেই 2021 এর বিধানসভা নির্বাচন। তার আগে দলের সংগঠনকে নতুন করে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে তৃণমূল কংগ্রেস। বিভিন্ন জায়গায় নতুন কমিটি গঠন করা হয়েছে। তবে আগামী দিনে বিধানসভা নির্বাচনে ভালো ফল করতে এখন থেকেই বর্তমান বিধায়কদের নিয়ে বৈঠক করে সংগঠনকে আরও বেশি চাঙ্গা করার উদ্যোগ নিলেন তৃণমূল যুব সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, আগামী রবিবার বিকেল চারটেয় তৃণমূলের সমস্ত বিধায়কদের নিয়ে একটি বৈঠক ডেকেছেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড। মূলত, ভার্চুয়াল ভাবেই এই বৈঠক হবে বলে খবর। আর দলের সেকেন্ড-ইন-কমান্ড প্রতিটি বিধায়কদের নিয়ে এই বৈঠক ডাকায় এখন রীতিমত গুঞ্জন তৈরি হয়েছে তৃণমূলের অন্দরমহলে। বিধানসভা নির্বাচনের আগে প্রতিটি বিধায়কদের নিয়ে এই বৈঠকে কী বার্তা দেবেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি?

প্রসঙ্গত উল্লেখ্য, প্রায় দুই মাস আগে বিধায়কদের নিয়ে এইরকম একটি বৈঠক দেখেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে নিজের এলাকায় জণসংযোগ বাড়ানোর নির্দেশ দিয়েছিলেন তিনি। এছাড়াও নিজের এলাকার বাইরে অন্য কোথাও দলীয় কাজে নাক নাক গলানোর পরামর্শ দেওয়া হয়েছিল বিধায়কদের। শুধু তাই নয়, কোথাও যাতে গোষ্ঠী কোন্দল বৃদ্ধি না পায়, তার জন্যেও সকলকে নির্দেশ দেওয়া হয়েছিল।

স্বাভাবিক ভাবেই যখন বিজেপি বাংলার দিকে বাড়তি ভাবে নজর দিতে শুরু করেছে এবং ব্লুপ্রিন্ট তৈরি করছে, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয়বারের জন্য সমস্ত বিধায়কদের নিয়ে ভার্চুয়াল বৈঠক যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না। অনেকে বলছেন, বিধায়করা এলাকায় কেমন কাজ করছেন, তাদের জনভিত্তি কেমন, এই বিষয়গুলো জানতেই এদিনের বৈঠক ডাকা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগ আদতে তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোরের মস্তিষ্কপ্রসূত। বিধানসভা নির্বাচনের আগে প্রতিটি বিধানসভা ধরে ধরে বৈঠক করে নির্বাচনী রণকৌশল সাজাতে চাইছেন প্রশান্ত কিশোর। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্রুত রবিবারের বৈঠকে সকল বিধায়কদের থাকার নির্দেশ দিয়েছেন বলে খবর।

কেননা তৃণমূলের তরফে সদ্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এক্ষেত্রে সেই কমিটিকে কেন্দ্র করে যাতে কোনোরূপ গোষ্ঠী কোন্দল না হয়, তার জন্য দলের জনপ্রতিনিধিদের নির্দেশ দেওয়া হতে পারে। পাশাপাশি সেদিকে লক্ষ্য রেখে তৃণমূল কংগ্রেসের আগামী বিধানসভা নির্বাচনের জন্যই মোটের উপর সমস্ত রণনৈতিক তৈরি করা হতে চলেছে। সব মিলিয়ে আগামী রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের সমস্ত বিধায়কদের নিয়ে এই বৈঠকে কি উঠে আসে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!