এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > ভবিষ্যতে আরও বেশি খেতে চাইলে, ৬ মাস খাওয়া বন্ধ রাখুন! তৃণমূল বিধায়কের বার্তায় শোরগোল রাজ্যে

ভবিষ্যতে আরও বেশি খেতে চাইলে, ৬ মাস খাওয়া বন্ধ রাখুন! তৃণমূল বিধায়কের বার্তায় শোরগোল রাজ্যে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  সামনেই 2021 এর বিধানসভা নির্বাচন। আর তার আগে এখন সংগঠনের ওপর সবথেকে বেশি জোর দিতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস কিন্তু বরাবর তৃণমূলের বিরুদ্ধে যে দুর্নীতি এবং স্বজনপোষণের অভিযোগ উঠতে শুরু করেছিল। নতুন জেলা কমিটি গঠনের পরেও সেই অভিযোগ বন্ধ হচ্ছে না। এবার দলের একাংশের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় একটি বক্তব্য দিয়ে রীতিমত বিতর্কের কেন্দ্রবিন্দুতে পৌঁছে গেলেন দিনহাটা তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। যেখানে অনেক খেয়েছেন, ভবিষ্যতেও খেতে পারবেন। কিন্তু ছয় মাস যদি না খান, তাহলে পরবর্তীতে খাবার অনেক সুযোগ পাবেন বলে বিস্ফোরক মন্তব্য করতে দেখা গেল এই হেভিওয়েট তৃণমূল বিধায়ককে।

কিন্তু কাদের এবং কেন এই কথা বললেন এই তৃণমূল বিধায়ক! তা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকে বলছেন, দলের একাংশ দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন। তাই নাম না করে সেই সমস্ত নেতাকর্মীদের উদ্দেশ্যে এদিন সতর্কবার্তা দিলেন দিনহাটার তৃণমূল বিধায়ক। কিন্তু এর ফলে দল তৃণমূল কংগ্রেস যে ব্যাপক বিড়ম্বনার মুখে পড়ল,ৎতা বলার অপেক্ষা রাখে না। কেননা এতদিন বিরোধীদের পক্ষ থেকে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা হত। যা অস্বীকার করত শাসক দল। কিন্তু এবার তৃণমূল বিধায়কের এই মন্তব্যে বিরোধীদের সেই অভিযোগেই সীলমোহর পড়ল বলেই দাবি একাংশের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, শুক্রবার দিনহাটার ভিলেজ টু গ্রাম পঞ্চায়েতের অঞ্চল স্তরে তৃণমূলের পক্ষ থেকে একটি কর্মীসভার আয়োজন করা হয়েছিল। আর সেই সভায় বক্তব্য রাখতে গিয়েই দলের পঞ্চায়েত প্রধানদের সতর্ক করে দেন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। তিনি বলেন, “অনেক খেয়েছেন, ভবিষ্যতেও খাবেন। 6 মাস যদি না খান, পরবর্তীকালে খাবার সুযোগ পাবেন। এখন যদি খান মানুষ পরবর্তীকালে খাবার সুযোগ দেবে না।”

অর্থাৎ তৃণমূল বিধায়ক এই মন্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিতে চাইলেন যে, এতদিন দলের অনেক জনপ্রতিনিধিরা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলেন। তাই তারা এখন আপাতত সেই কাজকে বন্ধ রাখুন। তা না হলে ভবিষ্যতে দল সাফল্য পাবে না এবং আপনাদের ফায়দা তোলা সম্ভব হবে না বলে বুঝিয়ে দিতে চাইলেন তৃণমূল বিধায়ক বলে দাবি করছেন একাংশ। স্বাভাবিকভাবেই তৃণমূল বিধায়কের এই ধরনের মন্তব্য শাসক দলকে যে অনেকটাই অস্বস্তিতে ফেলে দিল, তা বলার অপেক্ষা রাখে না।

এদিকে উদয়ন গুহ এই ধরনের মন্তব্য করার সাথে সাথেই পাল্টা ময়দানে নেমে পড়েছে ভারতীয় জনতা পার্টি। এদিন এই প্রসঙ্গে কোচবিহার জেলা বিজেপির সভানেত্রী মালতি রাভা রায় বলেন, “এখানে বিধায়ক স্পষ্ট করে দিয়েছেন তৃনমূলের পঞ্চায়েত প্রধানরা দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন। বিধানসভা নির্বাচনের আগে তারা দুর্নীতি করলে সাধারণ মানুষ পাশে থাকবে না। তাই গ্রামবাসীদের ভাওতা দিয়ে ছয় মাস কাজ করে পরের পাঁচ বছর লুটের পরিকল্পনা করছে। এটা কখনই হবে না। মানুষ সব বোঝে। তার যোগ্য জবাব এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেস পাবে।” সব মিলিয়ে উদয়ন গুহের মন্তব্য এখন শাসক দলকে কতটা বিরম্বনায় ফেলে এবং তার ফলে বিরোধীরা এই ঘটনাকে কেন্দ্র করে ময়দানে নেমে তৃণমূলের অস্বস্তি কতটা বাড়িয়ে দেয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!