এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > গ্রেপ্তারি এড়াতেই কি হঠাৎ জ্বর-শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি ছত্রধর মাহাতো? শুরু জল্পনা

গ্রেপ্তারি এড়াতেই কি হঠাৎ জ্বর-শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি ছত্রধর মাহাতো? শুরু জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত ২০০৯ সালে জঙ্গলমহলে খুন হয়েছিলেন সিপিএম নেতা প্রবীর মাহাতো। এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ছিলেন মাওবাদী নেতা ছাত্রধর মাহাতো। প্রবীর মাহাতোকে হত্যা ছাড়াও জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে নাশকতা, রাজধানী এক্সপ্রেস অপহরণ, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কনভয়ে বিস্ফোরণ এমন একাধিক অভিযোগ রয়েছে ছত্রধর মাহাতোর বিরুদ্ধে। কয়েকমাসের প্রচেষ্টার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে। এরপর ১০ বছরের সশ্রম কারাদন্ড ভোগ করে চলতি বছরে তিনি কারামুক্ত হয়ে ফিরে এসেছেন জঙ্গল মহলে। তারপর গত জুলাই মাসে তাঁকে তৃণমূল দলের রাজ্য কমিটিতে স্থান দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ গত ২০০৯ সালে সিপিএম নেতা প্রবীর মাহাতোর হত্যাকাণ্ডের মামলাটি নিয়ে নতুন করে তদন্ত শুরু করেছে। এই মামলায় অভিযুক্ত ছত্রধর মাহাতো সহ ৩০ জন অভিযুক্তকে গতকাল বিশেষ আদালতে হাজির হবার নির্দেশ দিয়েছিলেন বিচারক। তবে গতকাল ৩০ জনের মধ্যে ২৭ উপস্থিত ছিলেন।

বিচারকের নির্দেশে ঝাড়গ্রাম থেকে কলকাতার আদালত চত্বরে এসেছিলেন ছত্রধর মাহাতো। কিন্তু আদালতে এসেও এজলাসে তিনি যাননি জ্বরের কারণ দেখিয়ে। এড়িয়ে গিয়েছেন সাংবাদিকদেরও। তবে, আদালত চত্বরে তাঁকে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল। তাঁর আইনজীবী কৌশিক সিংহ জানিয়েছেন, গতকাল আদালত চত্বরে আসার পরই তাঁর শ্বাসকষ্ট শুরু হয়েছিল। একারণে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলেন তিনি। তবে গতকাল রাতে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয় তাঁকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে বিচারভবনে এনআইএর বিশেষ আদালতে গতকাল সিপিএম নেতা হত্যা মামলার শুনানি চলেছিল। সিপিএম নেতা প্রবীর মাহাতোকে হত্যার ঘটনায় ৫ জন সন্দেহভাজনের বিরুদ্ধে এনআইএ-র কৌশলী শ্যামল ঘোষ জানিয়েছেন যে, এই মামলায় আনলফুল অ্যাকটিভিটিস প্রিভেনশন বা ইউপিএ ধারা যুক্ত করার আবেদন জানানো হয়েছে। এর শুনানি হবে আগামী সোমবার। এ প্রসঙ্গে ছত্রধরের আইনজীবী জানিয়েছেন, ” এনআইএ-র নতুন আবেদন আমরা জানতাম না। সেটাই আদালতকে জানিয়েছি।”

সূত্রের খবর কতকাল ছত্রধর মাহাতো সহ ৫ জন অভিযুক্তকে নিজের হেফাজতের চার দিনের জন্য রাখার আবেদন জানান এনআইএ-র তদন্তকারী আধিকারিকেরা বিশেষ আদালতে। এর পরেই অসুস্থ হয়ে পড়েন ছত্রধর। দ্রুত তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেখানে তার বিভিন্ন পরীক্ষা চলে। গায়ে জ্বর নিয়েই নাকি গতকাল আদালতে উপস্থিত হয়েছিলেন ছত্রধর মাহাতো, এমনটাই সূত্রের খবর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!