এখন পড়ছেন
হোম > রাজ্য > প্রশাসনের ভালো না লাগলেও বেআইনি কাজ নিয়ে খবর সামনে আনা সংবাদমাধ্যমের অধিকার, রায় হাইকোর্টের

প্রশাসনের ভালো না লাগলেও বেআইনি কাজ নিয়ে খবর সামনে আনা সংবাদমাধ্যমের অধিকার, রায় হাইকোর্টের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদমাধ্যম। গণতন্ত্র রক্ষার জন্য এই সংবাদ মাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। তবে মাঝে মধ্যেই পরিলক্ষিত হয় যে, যখন যারা শাসক দলে থাকে, তখন তাদের বিরুদ্ধে সংবাদমাধ্যমে কোনো খবর প্রচারিত হলেই প্রশাসনের রোষানলে পড়ে সেই সংবাদ সংস্থা। যা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন সমালোচনার শিকার হয়েছে শাসক পক্ষ। তবে এবার আদালতের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হল, প্রকাশযোগ্য খবর সামনে আনা সাংবাদিকদের মৌলিক অধিকার।

বেআইনি কাজ নিয়ে যদি সংবাদ পরিবেশন করা হয়, তাহলে অন্যায়কারীর বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নিতেই হবে। জানা যায়, লকডাউনের সময় অজয় নদী থেকে অবৈধভাবে জেসিবি মেশিন দিয়ে বালি তোলায় স্থানীয় কয়েকজন যুক্ত। এমন অভিযোগ তুলে একটি খবর পরিবেশন করা হয়। আর এর পরেই স্থানীয় এক ব্যবসায়ী ইলামবাজার থানায় এক সাংবাদিকের বিরুদ্ধে গত পয়লা জুন অভিযোগ করেন। তিনি জানান, এক সাংবাদিক তাকে ভয় দেখিয়ে তোলা আদায়ের চেষ্টা করছেন। পরবর্তীতে বোলপুর থানায় সেই সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর তার পরিপ্রেক্ষিতেই এদিন আদালতের পক্ষ থেকে সত্য খবর পরিবেশনে সংবাদমাধ্যমের যে কণ্ঠরোধ করা যাবে না, তা জানিয়ে দেওয়া হল। সূত্রের খবর, এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি বিবেক চৌধুরি ডিভিশন বেঞ্চ এই ব্যাপারে তাদের পর্যবেক্ষণের কথা জানিয়ে দেন। তারা বলেন, “প্রকাশযোগ্য খবর সামনে আনা সাংবাদিকদের মৌলিক অধিকার। সেই সংবাদ প্রশাসনের ভালো নাও লাগতে পারে। একজন সাংবাদিক যেকোনো ধরনের বেআইনি কাজ নিয়ে জনগণকে সচেতন করবেন এবং জনমত তৈরি করবেন, এটাই প্রত্যাশিত।

বেআইনি কাজ নিয়ে সংবাদ পরিবেশন করা হলে, তা অন্যায়কারীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে প্রশাসনকেই সাহায্য করে।” অর্থাৎ সাংবাদিকরা যদি কোনো খবর পরিবেশন করেন এবং তা যদি কারো বিরুদ্ধেও হয়, তাহলে কোনোভাবেই সেই সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা যে উচিত নয়, তা এদিন আদালতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!