এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বিজেপি কর্মীর খুনের তত্ত্ব উড়িয়ে আত্মহত্যার দাবিতেই অনড় পুলিশ! তীব্র রাজনৈতিক চাঞ্চল্য

বিজেপি কর্মীর খুনের তত্ত্ব উড়িয়ে আত্মহত্যার দাবিতেই অনড় পুলিশ! তীব্র রাজনৈতিক চাঞ্চল্য


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের রহস্য মৃত্যুর ঘটনার পরে টালমাটাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। বিজেপির তরফে দাবি করা হয়, তাদের বিধায়ককে খুন করা হয়েছে। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে তদন্ত করে জানানো হয়, খুন নয় আত্মহত্যা করেছেন বিজেপি বিধায়ক। যার পরেই পুলিশ এবং রাজ্যের সরকার গোটা ঘটনা লুকিয়েছে বলে অভিযোগ করে ভারতীয় জনতা পার্টি। স্বাভাবিক ভাবেই সেই ঘটনা নিয়ে এখন বিতর্ক চলছে গোটা বাংলা জুড়ে। আর এবার রামনগরের অর্জুনি গ্রামের বিজেপি নেতা পূর্ণচন্দ্র দাসের মৃত্যুর ঘটনায় আবার প্রশ্ন তুলে দিল ভারতীয় জনতা পার্টি।

জানা যায়, গত বুধবার এই বিজেপি নেতার মৃতদেহ পান বরজের পাশে একটি গাছ থেকে উদ্ধার হয়। তার পরেই তা ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়‌। পরবর্তীতে সেই ঘটনায় পরিকল্পনা করে তাদের দলের এই নেতাকে খুন করা হয়েছে বলে দাবি করে পদ্ম শিবির। কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে আত্মহত্যা করেছেন বিজেপি নেতা পূর্ণচন্দ্র দাস এই রিপোর্ট উঠে এসেছে বলে জানিয়েছে পুলিশ। স্বভাবতই বিজেপির পক্ষ থেকে যখন তাদের দলের নেতাকে খুন করা হয়েছে বলে দাবি করা হচ্ছে, তখন পুলিশের এই ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে রাজ্যের বর্তমান বিরোধীদল।

এদিন এই প্রসঙ্গে জেলা বিজেপির সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, “যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা তৃণমূলের সক্রিয় সমর্থক। পূর্ণচন্দ্র বিজেপির বুথ সভাপতি হওয়ায় তাকে সব দিক থেকে মানসিক ভাবে অত্যাচার করা হয়েছে‌। তাকে খুন করা হয়েছে। ময়নাতদন্তে প্রভাবিত করা হতে পারে। আমরা এই ঘটনার শেষ দেখতে চাই। তার জন্য যত দূর যেতে হয় যাব।” এদিকে এই ঘটনায় বিজেপির তরফ তাদের দিকে অভিযোগ তোলা হলেও, তা সম্পূর্ণরূপে অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে তৃণমূল বিধায়ক অখিল গিরি বলেন, “সম্পূর্ণ পারিবারিক’ ঘটনাকে বিজেপি রাজনীতির রং লাগাচ্ছে। ঘৃণ্য চক্রান্ত চলছে। তৃণমূল এই ঘটনার সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়।” রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এর আগেও রাজ্যে অনেক বিজেপি নেতা কর্মীদের এইভাবে মৃত্যুর ঘটনা সামনে এসেছে। যার পরিপ্রেক্ষিতে তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে ভারতীয় জনতা পার্টি।

আর এই ঘটনায় বিজেপি যখন খুনের অভিযোগ তুলছে, ঠিক তখনই পোস্টমর্টেম রিপোর্টে আত্মহত্যার ঘটনা সামনে আসায় বিজেপি তা কোনোভাবেই মানতে চাইছে না, বরঞ্চ পুলিশ প্রশাসনের এই আত্মহত্যার তত্ত্বকে তারা খারিজ করে দিয়ে তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলতে শুরু করেছে। সব মিলিয়ে এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!