এখন পড়ছেন
হোম > রাজ্য > মানুষকে চোখ রাঙালে চেয়ার থেকে সরিয়ে দেব, আর কোনও গরিব মানুষের টাকা মারবেন না: অনুব্রত মন্ডল

মানুষকে চোখ রাঙালে চেয়ার থেকে সরিয়ে দেব, আর কোনও গরিব মানুষের টাকা মারবেন না: অনুব্রত মন্ডল

কখনো গুড় বাতাসা, তো কখনো চড়াম চড়ম ঢাকের কথা বলে বিরোধীদের উদ্দেশ্যে ইঙ্গিতবাহী মন্তব্য করেছেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। আর তার এই কথায় বিতর্কের ঝড়ও উঠেছে রাজ্য রাজনীতিতে। তবে এবার আর বিরোধী নয়, দলের নবনির্বাচিত প্রধান এবং উপপ্রধানদের মানুষের কাছে পৌঁছনো এবং মানুষের কাজে যাতে তারা টালবাহানা না করেন সেই ব্যাপারে সতর্ক করে দিলেন মমতা বন্দোপাধ্যায়ের বীরভূমের প্রিয় সৈনিক অনুব্রত মণ্ডল ওরফে ‘কেষ্ট’।

সূত্রের খবর, আগামী 19 শে জানুয়ারি কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ব্রিগেড সমাবেশ উপলক্ষে মঙ্গলকোটে একটি প্রস্তুতি সভার আয়োজন করে তৃণমূল কংগ্রেস। যেখানে উপস্থিত হন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল, রাজ্যের মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহা, মঙ্গলকোটের তৃণমূলের ব্লক সভাপতি অপূর্ব চৌধুরি, তৃনমূল নেতা অরিন্দম বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। আর ভিড়ে ঠাসা এই জনসভায় দলের নবনির্বাচিত প্রধান এবং উপপ্রধানদের উদ্দেশ্য করে অনুব্রত মণ্ডল বলেন, “আপনাকে মানুষ পাঠিয়েছে পরিষেবা দেওয়ার জন্য। তাই পঞ্চায়েত অফিসে কোনো সাধারন মানুষ এলে তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন। মানুষকে ছি ছি করলে আমরা কিন্তু আপনাকে চেয়ার থেকে সরিয়ে দেব। গরিব মানুষের আবাস প্রকল্পের টাকায় ভাগ বসালে কিন্তু ছেড়ে কথা বলব না।”

রাজনৈতিক মহলের মতে, সাম্প্রতিক কালে পঞ্চায়েত নির্বাচনে জঙ্গলমহলের বেশ কিছু জেলায় নিচুতলার তৃণমূল কর্মীদের স্বজনপোষণের জেরে সেখানে খারাপ ফলাফল হয়েছে শাসকদলের। আর তাই আসন্ন লোকসভা নির্বাচনের আগে বীরভূমের নিচুতলার নেতারা যাতে সেই স্বজনপোষণে অভিযুক্ত না হয় সেজন্য এখন থেকেই দলের প্রধান, উপপ্রধানদের সতর্ক করে দিলেন অনুব্রত মণ্ডল। অন্যদিকে এদিনের এই সভা থেকে বিরোধীদের উদ্দেশ্যও কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দেন বীরভূমের এই তৃণমূল সভাপতি।

2019 সালের লোকসভা নির্বাচনে এই মঙ্গলকোট থেকে 60 হাজার ভোটে তৃণমূল কংগ্রেস লিড পাবে বলে বিরোধীদেরকে উদ্দেশ্য করে অনুব্রত মণ্ডল বলেন, “আমাদের দলের নামে কেউ যদি বাজে কথা বলে তাহলে তাদের পাচনের বাড়ি দিয়ে সোজা করে দেব। পাচনের দাওয়াই না দিলে উর্বর জমিতে চাষ হবে না।” এদিকে এদিনের সভায় অনুব্রত মণ্ডলের নিরাপত্তা রক্ষীদের মধ্যেও বদল দেখা যায়। এদিন কালো সাফারি পরিহিত প্রমিলা সিকিউরিটি বাহিনী নিয়ে মঙ্গলকোটের সভায় যোগ দেন তিনি। কিন্তু নিরাপত্তারক্ষীতে এহেন বদল কেন?

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এদিন এই প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেন, “জেলার অনেক আদিবাসী এলাকায় ঘুরতে হয়। অনেকেই কাছাকাছি চলে আসে। তাই স্থানীয় থানা থেকে চারজন মহিলা সিকিউরিটি দিয়েছে।” সব মিলিয়ে এক দিকে দুর্নীতি রুখতে দলীয় নেতাকর্মীদের সতর্ক বার্তা, আর অন্যদিকে আসন্ন লোকসভা নির্বাচনের আগে আগামী 19 জানুয়ারি ব্রিগেড সমাবেশকে সফল করতে গোটা বীরভূমে এখন দাপিয়ে বেড়াচ্ছেন মমতা বন্দোপাধ্যায়ের প্রিয় অনুব্রত মণ্ডল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!