এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > শুভেন্দুবাবু কি করবেন তা না বলাই ভালো! ইঙ্গিতপূর্ণ মন্তব্যে জল্পনা বহুগুন বাড়িয়ে দিলেন দিলীপ

শুভেন্দুবাবু কি করবেন তা না বলাই ভালো! ইঙ্গিতপূর্ণ মন্তব্যে জল্পনা বহুগুন বাড়িয়ে দিলেন দিলীপ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- শুভেন্দু অধিকারী থেকে বেচারাম মান্না, এমন বিভিন্ন প্রসঙ্গে সম্প্রতি তৃণমূল রাজনৈতিক দিক থেকে বেশ অস্বস্তিকর জায়গায় রয়েছে সে কথাই বলেছেন বিশ্লেষকেরা। এমন পরিস্থিতিতে ভোটের আগে বিরোধীরা যে এই প্রসঙ্গ নিয়ে নিজেদের নির্বাচনী প্রচারে তৃণমূলকে কটাক্ষ করবেন না, সে কথা বলাই বাহুল্য। আর সেক্ষেত্রে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নাম সবার আগেই উঠে আসে। সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের সভা করতে গিয়ে এমনটাই বলতে শোনা গেল তাঁকে।

সেই সঙ্গে তাঁর কথায় উঠে এল, শুভেন্দু অধিকারী থেকে বেচারাম মান্না একে একে অনেক প্রসঙ্গ। শুধু তাই নয়, রাজ্যের পরিস্থিতি নিয়েও তাঁকে আশংকা প্রকাশ করতে দেখা গেল। সেইসঙ্গে ২০২১ সালে পরিবর্তন আসবে বলেও জানান তিনি। বস্তুত, বর্তমানে শুভেন্দু অধিকারীর অবস্থান নিয়ে তৃণমূলের অন্তরে বিরোধ তৈরি হয়েছে বলে জানা গেছে।

ইতিমধ্যে যা নিয়ে একাধিক প্রসঙ্গ উঠে আসতে দেখা গেছে। যা থেকে তৃণমূলের কাছে ভোটের আগে বেশ কঠিন পরিস্থিতি রয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। দেখতে গেলে শুভেন্দু অধিকারী তৃণমূলের প্রথম সারির মন্ত্রী, যাঁর একেবারে তৃণমূলের জন্ম লগ্ন থেকেই দলের সঙ্গে যোগ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর তাঁর দল ছাড়ার কথা যে স্বভাবতই তৃণমূলের অন্দরে ঝড় তুলবে সে কথা আলাদা করে বলে দিতে হয় না। এ ব্যাপারে বলতে গিয়ে দিলীপ ঘোষ জানান, শুভেন্দুবাবু কী করবেন তা না বলাই ভাল। তারাও দেখবেন, তিনি কী করতে চান। তাঁর কথায়, মানুষ উৎকণ্ঠার মধ্যে রয়েছে। তৃণমূলের মধ্যে যে বিরোধ শুরু হয়েছে, তা গুলি-গোলা দিয়ে সমাধান করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করতে দেখা গেছে তাঁকে।

তবে ভদ্রলোকদের জায়গা বিজেপিতে হবে বলেও জানান তিনি। অন্যদিকে বেচারাম মান্না প্রসঙ্গে তিনি বলেন, বিপ্লবী হতে গেলে ধমক খেয়ে বিপ্লব উঠে গিয়েছে। তাঁর মতে, বিপ্লবটা তৃণমূলের জন্য নয়। ওখানে কামানোর জন্য লোকে যায়। তবে যদি সম্মানের সঙ্গে থাকতে চান তাহলে বিজেপিতে আসতে বলতে দেখা গেছে তাঁকে।

অন্যদিকে, নারায়ণগড়ে দিলীপ ঘোষের সভার প্রস্তুতিতে পতাকা লাগাতে গিয়ে, তৃণমূলের হামলায় ৪ জন বিজেপি কর্মী আহত হওয়ার কথায় তিনি বলেন, যারা হেরে যাচ্ছে ভয় পেয়ে গিয়েছে, তারাই গণতন্ত্রকে হাতের মুঠোয় নিয়ে বিরোধীদেরকে শারীরিক আক্রমণ করে। পশ্চিমবঙ্গে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ করতে দেখা গিয়েছিল তাঁকে। এর বিরুদ্ধেও বিজেপি লড়াই করবে বলেও জানান তিনি।

গ্রেফতারি পরোয়ানা নিয়ে প্রতিক্রিয়া এদিন তিনি নিজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, অনেক জায়গাতেই এই ধরনের মামলা চলছে। বিষয়টি তাদের আইনজীবীরা দেখছেন বলেও জানান তিনি। তবে আদালতে এর জবাব দেওয়া হবে বলেই তাঁর অভিমত। তবে মানুষের মধ্যে ভয় কেটে যাচ্ছে, মানুষের মধ্যে জাগরণ হচ্ছে বলেই জানান তিনি। তাই তাঁর মতের ২০২১-এ পরিবর্তন হবেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!