এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়ায় গেরুয়া প্রভাব মুছে গেছে প্রমাণে রঘুনাথপুরে বিজেপির পাঁচগুণ জনসমাগম করে সভা করবে শাসকদল

পুরুলিয়ায় গেরুয়া প্রভাব মুছে গেছে প্রমাণে রঘুনাথপুরে বিজেপির পাঁচগুণ জনসমাগম করে সভা করবে শাসকদল

লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই যেন এরাজ্যের রাজ্যে রাজনৈতিক পাল্লা ঠিক কার ভারী তা প্রমাণ করতে উদ্যোগী হয়েছে শাসকদল তৃণমূল এবং বিরোধীদল বিজেপি। বিগত পঞ্চায়েত নির্বাচনে পুরুলিয়া জেলায় শাসক দলকে চাপে রেখে বেশ ভালোই ফল করেছে বিজেপি।

আর লোকসভা নির্বাচনে যাতে নিজেদের ভোটব্যাংককে পুনরুদ্ধার করা যায় সেজন্য এখন থেকেই সেই পুরুলিয়া সহ জঙ্গলমহলের জেলাগুলিকে পাখির চোখ করেছে তৃণমূল। তাই তো এবার আগামী 5 ডিসেম্বর সেই পুরুলিয়ার রঘুনাথপুরের মহুলা ফুটবল ময়দানে একটি সভা করার সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস।

রাজনৈতিক মহলের মতে, এটা আসলে বিজেপিকে চাপে রাখতেই শাসকদলের পাল্টা সভা। প্রসঙ্গত উল্লেখ্য, গত শুক্রবার এই মহুলা ফুটবল ময়দানে বিজেপির উত্থান দিবস উপলক্ষে এখানে একটি সভা করে শাসকদল তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসনকে তীব্র কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর বিজেপির এই সভার পাল্টা সভা হিসেবে আগামী 5 ডিসেম্বর সেই একই জায়গায় সভা করার উদ্যোগ নিল তৃণমূল কংগ্রেস।

সূত্রের খবর, তৃণমূলের এই সভায় উপস্থিত থাকবেন রাজ্যসভার সাংসদ মানস ভুঁইয়া, মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া জেলা তৃণমূল সভাপতি শান্তিরাম মাহাতো, মন্ত্রী সন্ধ্যারানী টুডু সহ অন্যান্যরা। তবে বিজেপির পাল্টা সভা হিসেবে তারা যে এই সভা করছে, এই তত্ত্ব মানতে নারাজ জেলা তৃণমূলের নেতারা।

এদিন এই প্রসঙ্গে পাড়া বিধানসভার তৃণমূল বিধায়ক উমাপদ বাউরি এবং রঘুনাথপুর বিধানসভা তৃণমূল বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি বলেন, “5 ডিসেম্বর মহুলায় একটি জনসভা হবে। আগামী ডিসেম্বরে পাড়া বিধানসভা অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন। তার জন্যই এই প্রস্তুতি সভা। আর আমাদের 5 ডিসেম্বরের এই জনসভা প্রমাণ করবে মানুষ এখনও তৃণমূলের প্রতি আস্থাশীল।”

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

রাজনৈতিক মহলের মতে, এই 5 ডিসেম্বর মহুলার জনসভা করে আদতে এক ঢিলে দুই পাখি মারতে চাইছে শাসক দল। কেননা এই জায়গা থেকে সভা করে একদিকে যেমন তারা বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেবেন, ঠিক তেমনি আগামী 20 ডিসেম্বর যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভার প্রস্তুতি সভা করে দলীয় নেতাকর্মীদের আরও চাঙ্গা হওয়ার পরামর্শ দেবেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!