এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে বিস্ফোরক দিলীপ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে বিস্ফোরক দিলীপ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  2019 এর লোকসভা নির্বাচনের সময়ে তৃণমূলের নেতা মন্ত্রীরা দাবি করেছিলেন, আগামী দিনে তৃণমূল কংগ্রেস বাংলার নির্ণায়ক শক্তি হবে। এক্ষেত্রে অনেকে এটাও বলতে শুরু করেছিলেন, আগামীদিনে ভারতবর্ষ পরিচালনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এরপরই বিজেপির পক্ষ থেকে তা নিয়ে টিপ্পনী কাটা শুরু হয়েছিল। মুকুল রায় থেকে শুরু করে দিলীপ ঘোষের মত হেভিওয়েট নেতারা তৃণমূলকে কটাক্ষ করে বলতে শুরু করেছিলেন, যারা 42 টি আসনের প্রার্থী দিয়ে ঠিকমত জিততে পারে না, তারা কি করে ভারতবর্ষ শাসন করবে!

আর এবার ভারতবর্ষে থাকলে কোনোমতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়া সম্ভব নয়। তবে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন বলে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সামনে 2021 এর নির্বাচন। তার আগে দিলীপ ঘোষের এই ধরনের দাবি এবং মন্তব্য ব্যাপক শোরগোল ফেলে দিল বঙ্গ রাজনীতিতে। সূত্রের খবর, রবিবার উত্তর দিনাজপুরের করণদিঘিতে একটি জনসভা করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর সেখানেই তৃণমূল সরকার ও মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করতে দেখা যায় তাকে।

আর সেখানেই তিনি বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান, আগামী দিনে প্রধানমন্ত্রী হতে। কিন্তু ভারতবর্ষে থাকলে সেটা তার পক্ষে সম্ভব নয়। তাই তিনি চাইছেন পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশকে জুড়ে সেখান থেকে প্রধানমন্ত্রী হতে। আসলে তিনি পশ্চিমবঙ্গকে ভারতের বাইরে নিয়ে যেতে চান।” অর্থ্যাৎ তৃণমূলের পক্ষ থেকে যখন বিধানসভা নির্বাচনের আগে তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপক প্রচার এবং রণকৌশল তৈরি করা হচ্ছে, ঠিক তখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নের কথা তুলে ধরে কার্যত বিস্ফোরক মন্তব্য করতে দেখা গেল বিজেপি রাজ্য সভাপতিকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন বাংলার ছেলেদের অন্য রাজ্যে যাওয়া নিয়েও তৃণমূল সরকারকে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “বাংলার ছেলেরা এখানে চাকরি না পেয়ে বাধ্য হয়ে অন্য রাজ্যে কাজ করতে যায়। আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমরা ক্ষমতায় আসলে এখানে শিল্প হবে এবং লক্ষ্য লক্ষ্য চাকরির সম্ভাবনা তৈরি হবে। আপনাদের আর গুজরাট যেতে হবে না। এখানে থানা আছে, পুলিশ নেই। স্কুল আছে, শিক্ষক-শিক্ষিকা নেই। আপনারা প্রচুর পরিশ্রম করেছেন। তাই নিশ্চিতভাবে বলছি, রাজ্যে পরিবর্তন হবে।”

এদিকে দুর্নীতিতে তৃণমূলের অনেকে জড়িয়ে রয়েছেন বল বিস্ফোরক মন্তব্য করতে দেখা যায় মেদিনীপুরের বিজেপি সাংসদকে। পাশাপাশি ক্ষমতায় আসলে দেখে নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। দিলীপ ঘোষ বলেন, “যারা ছোট, মাঝারি মাপের নেতা আছেন, তারা রাজ্যের বিভিন্ন জেলায় থাকবেন। আর বড় বড় মাথারা চলে যাবেন ভুবনেশ্বরে। তাই বলে দিচ্ছি, সামনের নির্বাচনে দিদির অনেক ভাইরা ভোট দিতে পারবেন না।”

বিজেপির রাজ্য সভাপতি আরও বলেন, “একের পর এক আমাদের কার্যকর্তাদের খুন করা হচ্ছে। আমাদের দলের 28 হাজার কর্মীদের বিরুদ্ধে কেস দেওয়া হয়েছে। জোর করে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। সব খেয়াল রাখছি। আমাদের কেউ খুন হলে বলছে আত্মহত্যা। তাই বলছি, এবার এমন গরম দেব, জানুয়ারি মাসেও ওদের ঘামতে হবে।”

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, সম্মুখে নির্বাচন। তার আগে রাজনৈতিক তরজা ক্রমশ বাড়তে শুরু করেছে। এবার যেভাবে করণদিঘিতে উপস্থিত হয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন দিলীপ ঘোষ, তাতে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠেছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!