এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ছাত্রভর্তিতে দুর্নীতির অভিযোগ করায় টিএমসিপির হাতে বেধড়ক মার খেলেন ছাত্রেরা

ছাত্রভর্তিতে দুর্নীতির অভিযোগ করায় টিএমসিপির হাতে বেধড়ক মার খেলেন ছাত্রেরা

৩১ আগষ্টের কনভেনশানের জন্য প্রচার চালাতে গিয়ে ছাত্রছাত্রীরা টিএমসিপির হামলার শিকার হল এদিন অভিযোগ এমনটাই। গুরুতর আহত অবস্থায় আক্রান্তরা মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছেন। ঘটনাস্থল সুরেন্দ্রনাথ কলেজের সামনে।

এদিন সকালেই প্রেসিডেন্সি এবং যাদবপুর কলেজের ছাত্রছাত্রীরা শিয়ালদার সুরেন্দ্রনাথ কলেজের সামনে জমায়েত হয়। শ্লোগান তোলে মোদীসরকার এবং রাজ্যসরকারের দুর্নীতির বিরুদ্ধে। এদের সঙ্গেই হাজির ছিলেন দুই বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তনরা,এমকী কিছু আইটিআই ছাত্রছাত্রীরাও সেখানে তাদের সঙ্গ দেয়। অভিযোগ ছিল মোদীসরকারের শিক্ষায় বেসরকারিকরণের বিরুদ্ধে,অভিযোগ ছিল রাজ্যসরকারের দুর্নীতির বিরুদ্ধে রাজ্যের কলেজ ভর্তির নামে তোলাবাজি চালানোর জন্যে।

ছাত্রছাত্রীদের বক্তব্য, কেন্দ্র ও রাজ্য পাল্লা দিয়ে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি চালাচ্ছে। তাদের দাবী শান্তিপূর্ণভাবে প্রতিবাদ কর্মসূচি চালাচ্ছিলেন তারা। কিন্তু বেলা ২ টো নাগাদ টিএমসি এবং টিএমসিপি নেতারা ৫০-৬০ জনের একটি দল নিয়ে আসে তাদের কর্মসূচিতে ব্যাঘাত ঘটাতে। হামলা করা হয় তাদের উপর। কেন রাজ্যের শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে তারা,এই প্রশ্ন তুলে বেধড়ক মারধোর করা হয় তাদের উপর।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

পাশাপাশি পোশাক ছিঁড়ে দেওয়া হয়। ছাত্রীদেরও মেলেনি রেহাই। তারাও অশ্রাব্য গালিগালাজের শিকার হন। এমনটাই অভিযোগ জানানো হয়েছে। আহতদের মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই হামলার প্রতিবাদে মুচিপাড়া থানা ঘিরে বিক্ষোভ দেখান ছাত্রছাত্রীরা। এফআইআরও দায়ের করা হয় তৃণমূলের বিরুদ্ধে। তবে ঘটনাস্থলে ছিলেন না বলেই দাবীতে জানিয়েছেন অভিযুক্ত তৃণমূল নেতা। এদিনের ঘটনার জেরে উত্তেজনা চরমে ছিল সুরেন্দ্রনাথ কলেজ চত্বরে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!