এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > বিচারকের সামনে অবশেষে একসাথে বসলেন মেয়র ও তাঁর স্ত্রী, জানালেন ‘মন কি বাত’

বিচারকের সামনে অবশেষে একসাথে বসলেন মেয়র ও তাঁর স্ত্রী, জানালেন ‘মন কি বাত’


গতকাল কলকাতা পুরসভার মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদের মামলার শুনানি ছিলো। বিগত চার-পাঁচ টি শুনানির তারিখে আদালত চত্বরে মেয়রকে দেখা না গেলেও, এদিন তিনি আদালতে উপস্থিত ছিলেন। আলিপুর জজ কোর্টে বিচারক শান্তনু মিশ্রের এজলাসে মেয়র দম্পতির বিবাহ বিচ্ছেদের মামলাটি ওঠে। রত্না দেবী পুরনো ভুল বোঝাবুঝি মিটিয়ে সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলেও মেয়র শোভনবাবু এদিন বিচারকের সামনে উপস্থিত হয়ে পরিস্কার জানালেন চিড় খাওয়া পুরনো সম্পর্ক নতুন করে জোরা লাগাতে তিনি ইচ্ছুক নন।

প্রসঙ্গত, মেয়রের সাথে কলেজ শিক্ষিকা বন্ধু বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কের কারণেই মেয়র দম্পতির বিবাদ প্রকাশ্যে এসেছিলো বলে একসময় গুঞ্জন উঠেছিল, এমনকি তা নিয়ে প্রকাশ্যে বিবৃতি দেন স্বয়ং মেয়র শোভন চট্টোপাধ্যায়, তাঁর রত্নাদেবী বা বৈশাখীদেবী নিজে। এসবের পরেও রত্না দেবী তাঁর বৈবাহিক সম্পর্ক টিকিয়ে রাখতে সচেষ্ট ছিলেন বলে আদালতকে ও সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন। কিন্তু এদিন আদালতে বিচারকের সামনে মেয়রের বয়ান জানার পরে মেয়র দম্পতির সম্পর্কের ভবিষ্যত সম্ভবনা কী হতে চলেছে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!