এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > করোনার করাঘাতে শত্রুতা ভুলে এবার সাহায্যের প্রার্থনা ভারতের এই প্রতিবেশীর

করোনার করাঘাতে শত্রুতা ভুলে এবার সাহায্যের প্রার্থনা ভারতের এই প্রতিবেশীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একটা সময়ে ভারত ও নেপাল দুই দেশের মধ্যে যথেষ্ট বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। কিন্তু গত এক বছর ধরে দুই দেশের সম্পর্ক খুব একটা মধুর নয়। লাদাখ সীমান্তে চীনের হানা দেবার সঙ্গে সঙ্গে বেশ কিছু বিষয় নিয়ে ভারতের সঙ্গে শত্রুতা বাড়িয়েছে প্রতিবেশী রাষ্ট্র নেপাল। কিন্তু করোনা বিধ্বস্ত অবস্থায় নিজের অবস্থান থেকে সরে গেল নেপাল। নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি ভারতের সঙ্গে শত্রুতার পরিবর্তে বন্ধুত্বের বার্তা দিলেন। করোনা সংকট কালে ভারতের কাছে সাহায্যের আবেদন জানালেন তিনি।

সম্প্রতি, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি জানালেন যে, ভারতের সঙ্গে তৈরি হওয়া ভুল ধারণা এবার দূর হয়েছে। তাই সংকটকালে ভারতকে কাছে চান তিনি। তিনি জানালেন, দুই দেশের ভবিষ্যতের কথা চিন্তা করে দুই দেশকে এবার এগিয়ে আসা প্রয়োজন। করোনা মহামারীর সঙ্গে লড়াইয়ের জন্য ভারতের কাছ থেকে সেভাবে সাহায্য পাওয়া যায়নি। তাই ভারতের কাছে আরো বেশি সাহায্য চেয়েছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি বোঝাতে চাইছেন যে, ভারতের সঙ্গে সম্পর্ক ভাল করা ও করোনা সংকটকালে ভারতের সাহায্যর বিশেষ প্রয়োজন রয়েছে নেপালের। দুই দেশের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল, কিন্তু এবার তার অবস্থান বদল করার প্রয়োজন। তিনি জানালেন, একটা সময় ভুল করা হয়েছিল সত্য, কিন্তু এবার সেই ভুল ধারণা দূর হয়েছে। আগের ভুল বোঝাবুঝির মধ্যে আর আটকে থাকতে চায় না নেপাল।

পরিবর্তে জরুরী ভবিষ্যতের কথা চিন্তা করে সামনে এগিয়ে যেতে চান তিনি। তিনি জানালেন, ভারতের সঙ্গে নেপালের যে বিশেষ সম্পর্ক রয়েছে, অন্য কোন দেশের সাথে তা নেই। দুই দেশের ভুল বোঝাবুঝি সম্পর্কে তিনি জানালেন, এক প্রতিবেশী অপর প্রতিবেশীর সঙ্গে ভালোবাসা ও সমস্যা ভাগ করে নেয়। তিনি প্রশ্ন করেন, চিলি আর আর্জেন্টিনার মধ্যে কি কোন সমস্যা নেই?

আবার গত মাসে টিভিতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি জানিয়েছিলেন যে, ভারতের সঙ্গে সীমান্ত নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে, ঐতিহাসিক সমঝোতা, নকশা, বাস্তব দলিলের উপর ভিত্তি করে কূটনৈতিকভাবে তার সমাধান করা হবে। এরপর, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে তাঁর বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই অনেকে মনে করছেন। ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করা, শত্রুতা নেবার ফলাফল এবার সম্পূর্ণ বুঝতে পেরেছেন নেপালের প্রধানমন্ত্রী , তাই শত্রুতার পরিবর্তে বন্ধুত্বের হাত বাড়াচ্ছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!