এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > হার নিশ্চিত বুঝেই কি গোঁসা ভুলে একদা ‘ডেপুটিকে’ দুহাত বাড়িয়ে স্বাগত জানাচ্ছেন মুখ্যমন্ত্রী?

হার নিশ্চিত বুঝেই কি গোঁসা ভুলে একদা ‘ডেপুটিকে’ দুহাত বাড়িয়ে স্বাগত জানাচ্ছেন মুখ্যমন্ত্রী?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা পরিস্থিতিতে রাজস্থানে কংগ্রেসের অন্তর্কলহকে কেন্দ্র করে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট শিবিরের সাথে শচীন পাইলটের শিবিরের দ্বন্দ্ব প্রকাশে আসে। যা শেষ পর্যন্ত রাজস্থান হাইকোর্ট এবং দেশের সুপ্রিম কোর্ট অব্দি গড়ায়। কংগ্রেসের দুই শিবিরের এই দ্বন্দ্বের মাঝে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এক বিস্ফোরক মন্তব্যকে কেন্দ্র করে রাজস্থানের রাজনীতি তোলপাড় হয়। কি সেই মন্তব্য?

এক সংবাদমাধ্যমে অশোক গেহলট দাবি করেন, শচীন পাইলট যদি সমস্ত রকম বিবাদ ভুলে গিয়ে কংগ্রেসের ঘরে ফিরিয়ে চায় তাহলে তাঁর দল তাঁকে স্বাগত জানাবে। প্রসঙ্গত উল্লেখ্য যে, ইতিমধ্যেই অশোক শিবির বারবার শচীন শিবিরের বিরুদ্ধে বক্তব্য পেশ করেছেন। কখনো তিনি বলেন শচীন শিবির বিজেপির মদতে এসব করছে। আবার কখনো বলছেন শচীন শিবিরের অতিরিক্ত লোভের জন্য কংগ্রেসের মধ্যে অন্তর্কলহ সৃষ্টি হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এমনকি, শচীন পাইলটকে কোনঠাসা করতে তাঁর কাছ থেকে উপমুখ্যমন্ত্রীত্ব ও প্রদেশ সভাপতির পদও কেড়ে নেওয়া হয়। ফলে, সেই শচীন পাইলটকেই তিনি যখন আবারো কংগ্রেসে ফেরত আসার জন্য আহ্বান জানাচ্ছেন, তখন তা নিয়ে শুরু হয়েছে তীব্র গুঞ্জন। তাহলে কি অশোক শিবির আস্থাভোটে জেতার ব্যাপারে আর আশাবাদী নয়? আর তাই আপাতত বৈরিতা ভুলে, একদা দলের সেকেন্ড ইন কম্যান্ডকে দুহাত বাড়িয়ে ফেরত আসার আহ্বান করছেন?

যদিও আশোক শিবির আরও দাবি করেছে যে তাঁরা আস্থা ভোটের জন্য প্রস্তুত। এদিকে হাইকোর্ট এবং দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আইনি লড়াই চলছে দুই শিবিরের মধ্যে। এই রকম পরিস্থিতিতে অশোক গেহলটের এহেন দাবি ঘিরে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে। তবে কি এবার ঘরের ছেলে ঘরে ফিরে যাবে? নাকি শচীন শিবির আইনী লড়াইয়ের পাশাপাশি আস্থা ভোটের উপর নির্ভর করবে? শেষ পর্যন্ত রাজস্থানের মসনদে কোন পক্ষ জয়লাভ করে তা দেখার বিষয়।

প্রসঙ্গত উল্লেখ্য যে আজ রাজস্থানের হাইকোর্ট জানিয়ে দেয় যে, শচীন সহ ১৮ বিদ্রোহী বিধায়কদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারবেন না স্পিকার। যা শচীন শিবিরের কাছে আপাতত স্বস্তির খবর। আর এরপরেই রাজস্থান বিজেপির রাজ্য সভাপতি আগ বাড়িয়ে ঘোষণা করে দেন যে, রাজস্থানের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম শচীন পাইলট। কিছুক্ষনের মধ্যেই মুখ্যমন্ত্রী অশোক গেহলত ‘ইউ-টার্ন’ নিয়ে শচীনকে ঘরে ফিরতে আহ্বান জানান। এমতাবস্থায় রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ডাকে কি শচীন শিবির সাড়া দেবেন? সেদিকেই আপাতত তাকিয়ে রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!