এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দেবের জন্যে ঘনিষ্ঠের ডানা ছাটলেন মমতা, গৃহযুদ্ধ বলে কটাক্ষ বিজেপির !

দেবের জন্যে ঘনিষ্ঠের ডানা ছাটলেন মমতা, গৃহযুদ্ধ বলে কটাক্ষ বিজেপির !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- দেবকে নিয়ে যে একটা সমস্যা দিয়ে তৈরি হয়েছিল তৃণমূলের মধ্যে, তা বলাই যায়। দেবের কিছুদিন ধরে বেশ কিছু পদক্ষেপ এবং একের পর এক কৌশলী পোস্ট রাজনৈতিক মহলে তীব্র জল্পনার সৃষ্টি করে। অনেকেই বলেন যে, ঘাটাল জেলা তৃণমূলের চেয়ারম্যান শঙ্কর দোলুইয়ের সঙ্গে দেবের সমস্যার সৃষ্টি হয়েছে‌। সেই কারণেই তিনি হয়ত এবার ভোটে দাঁড়াবেন না। কিন্তু শেষ পর্যন্ত শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরেই সেই দীপক অধিকারী ওরফে দেবের মুখ থেকে বেশ কিছু ইতিবাচক বক্তব্য শুনতে পাওয়া যায়। যার ফলে আবার নতুন করে মনে করা হচ্ছে যে, দেব হয়ত এবার দাঁড়ালেও দাঁড়াতে পারেন। তবে দেবের সঙ্গে আলোচনার পরের দিনই তৃণমূলের পক্ষ থেকে নেওয়া হলো কড়া পদক্ষেপ। যেখানে নিজের দীর্ঘদিনের সঙ্গীর ডানা ছাটলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যার ফলে অনেকে বলছেন, সেলিব্রিটি মুখ ছাড়া জয়লাভ করতে পারবেন না। সেই কারণেই নিজের পুরনো দিনের সঙ্গীকেও ছেঁটে ফেলতে দুইবার ভাবছেন না তৃণমূল নেত্রী। কিন্তু যাই করুক না কেন, ঘাটাল এবার তৃণমূল পাচ্ছে না বলেই দাবি একাংশের।

সূত্রের খবর, আজ তৃণমূলের পক্ষ থেকে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান শংকর দলুইকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার কথা জানিয়ে দেওয়া হয়। তবে হঠাৎ করে কেন শংকরবাবুকে তার পোস্ট থেকে সরিয়ে দেওয়া হলো? অনেকে বলছেন, দেবকে নিয়ে সমস্যার জন্যই হয়ত এই সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস। কারণ কিছুদিন আগেই একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছিল। যেখানে এই শংকরবাবু দেবকে নিয়ে কিছু কথা বলেছিলেন। আর তারপর সেই গোটা ঘটনা বিতর্কের সৃষ্টি করে। তবে আজ সেই শঙ্কর দলুইকে তার পোস্ট থেকে সরিয়ে দেওয়ার অর্থ হিসেবে সেই অডিও ক্লিপকেই দায়ী করছেন একাংশ। যদিও বা সেই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি প্রিয়বন্ধু বাংলা। অনেকে আবার এটাও বলছেন যে, দেব ছাড়া ঘাটাল লোকসভা কেন্দ্রের যা পরিস্থিতি, তাতে অন্য কারওর ওপর মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা পাচ্ছেন না। কিন্তু এবার দেব হোক বা দেবী হোক, কেউ এই লোকসভা কেন্দ্র তৃণমূলকে জিতিয়ে দিতে পারবে না বলেই দাবি করছে বিরোধীরা।

বিজেপির দাবি, গৃহযুদ্ধেই ধ্বংসের মুখে পড়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। যারা রাজনৈতিক লোক, তাদেরকে সরিয়ে দিয়ে সব সময় সেলিব্রিটিদের প্রাধান্য দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তিনি খুব ভালো মত জানেন, তার দল যেভাবে চুরি করেছে, তাতে সেগুলোকে ঢাকতে হলে সেলিব্রিটি মুখের প্রয়োজন। তাই এখন লোকসভা নির্বাচনে আবার দেবকে ঘাটাল লোকসভা কেন্দ্রের দাঁড় করানোর চেষ্টা হচ্ছে। আর সেই কারণেই শঙ্কর দলুইয়ের মত নেতাকে সরিয়ে দেওয়া হলো। কিন্তু এসব করে ঘাটালের মানুষের সঙ্গে প্রতারণা করছে তৃণমূল কংগ্রেস। যতই জনপ্রিয় ব্যক্তিকে দাঁড় করাক না কেন, তৃণমূলের প্রতীকে কেউ সমর্থন করবে না। কারণ এই রাজ্যের শাসক দল যে পরিমাণ চুরি করেছে, তাতে সাধারণ মানুষ বিরক্ত। আগামী দিনে তারা তৃণমূলকে ভোটবাক্সে জবাব দিতে তৈরি বলেই দাবি গেরুয়া শিবিরের।

পর্যবেক্ষকদের মতে, রাজনৈতিক লোকেদের ক্ষমতায় আসার পরে বরাবর ডানা ছাটার চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তিনি ক্ষমতা পেয়ে গিয়ে নিজের পুরোনো দিনের সঙ্গীদের ভুলে গিয়েছেন। এক্ষেত্রেও হয়তো তেমনটাই হলো। লোকসভা নির্বাচনের জেতার আশায় তিনি এতটাই মগ্ন হয়ে গিয়েছেন যে, দীর্ঘদিনের সহকর্মীর ডানা ছাটতেও দুবার ভাবলেন না। কিন্তু বিরোধীদের তরফে বলা হচ্ছে যে, দেব দুর্নীতিতে জড়িয়ে পড়েছে জন্যই তো তাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তলব করেছিল। সেক্ষেত্রে শঙ্কর দোলুই যদি এই ধরনের কথা বলে থাকেন, তাহলে তিনি ভুল কি বলেছেন! কেন তাকে অন্যায় ভাবে পদ থেকে সরিয়ে দিল তৃণমূল কংগ্রেস? আসলে ক্ষমতার নেশা এতই পেয়ে বসেছে যে, ধরাকে সরা জ্ঞান করতে শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এতসব করেও ঘাটাল লোকসভা কেন্দ্র নিজেদের দখলে আনতে পারবে না তৃণমূল কংগ্রেস। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!