এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ডিএ নিয়ে বড় পদক্ষেপ, মমতাকে ধাক্কা দিয়ে বিরাট প্রতিশ্রুতি বিজেপির!

ডিএ নিয়ে বড় পদক্ষেপ, মমতাকে ধাক্কা দিয়ে বিরাট প্রতিশ্রুতি বিজেপির!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন, শুধুমাত্র ভাতা আর ভিক্ষা দিয়ে রাজ্যবাসীকে কন্ট্রোল করা সম্ভব। কিন্তু যত সময় যাচ্ছে, ততই গর্জে উঠছেন পশ্চিমবঙ্গের মানুষ‌। তারা আর কোনো কিছুকেই ভয় পাচ্ছেন না। তারা এবার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে, এই সরকারকে বিসর্জন দেওয়ার সময় চলে এসেছে। অপরদিকে রাজ্যের বিরোধী দল বিজেপি ক্রমশ মানুষের কাছাকাছি পৌঁছে যাচ্ছে। কেন্দ্রের সঙ্গে রাজ্যের মহার্ঘ ভাতার এত ফারাক হওয়ার পরেও এই রাজ্যের মুখ্যমন্ত্রীর এবং তার সরকারের লজ্জা বলতে কিছু নেই। বরঞ্চ বড় বড় গলায় তারা আবার দাবি করছেন, তারা নাকি এগিয়ে বাংলা তৈরি করেছেন। কিন্তু কোন দিক থেকে বাংলা এগিয়ে! যেখানে নিজের সরকারি কর্মচারীদের খুশি করতে পারেন না এই রাজ্যের মুখ্যমন্ত্রী, সেখানে তিনি কিসের এগিয়ে থাকার কথা বলছেন! তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন।আর এসবের মধ্যেই বিজেপি ক্ষমতায় এলে এই মহার্ঘ ভাতা নিয়ে যে অভাব অভিযোগ রয়েছে, তার সমস্ত কিছুই যে পূরণ করা হবে, সেই ব্যাপারে বড় প্রতিশ্রুতি দিলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তার বক্তব্যের পর সরকারি কর্মচারীরা তো বটেই, রাজ্যের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ সকলেই ভাবছেন যে, এবার বিকল্পের পথেই হাঁটতে হবে রাজ্যবাসীকে।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই সংগ্রামী যৌথ মঞ্চের নাম দিয়ে সরকারি কর্মচারীদের একটা অংশ আন্দোলন চালাচ্ছেন। এখন সেই আন্দোলন অনশনের পথে গিয়েছে। কিন্তু তবুও এই সরকারের সহানুভূতি বলতে কিছু নেই। বরঞ্চ তারা বড় বড় গলায় আবার দাবি করছেন, এর পেছনে নাকি বিরোধীদের ইন্ধন রয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকার যখন এত মহার্ঘ ভাতা দিচ্ছে, তখন রাজ্য কেন উৎসবেই ব্যস্ত রয়েছেন! কেন সেই টাকা দিয়ে সরকারি কর্মচারীদের পাওনা মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া যাচ্ছে না? এদিন সেই প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য জানিয়ে দেন, বিজেপি ক্ষমতায় আসলে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে। অর্থাৎ এখন রাজ্যের সঙ্গে কেন্দ্রের মহার্ঘ ভাতার যে পরিমাণ ফারাক রয়েছে, ভবিষ্যতে পালাবদল হলে তা মিটে যাবে বলেই আশ্বাস দিয়েছেন এই বিজেপি নেতা।

এখন অনেকে বলতেই পারেন যে, ক্ষমতায় আসার আগে অনেকেই বড় বড় প্রতিশ্রুতি দেন। কিন্তু বাস্তবে তা ফলপ্রসু করার দিকে এগোতে দেখা যায় না কাউকেই। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার আগে অনেক বড় বড় কথা বলেছিলেন। কিন্তু এখন তিনি সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতাকে মিটিয়ে দেওয়া তো দূরের কথা, তাদের প্রতি মুহূর্তে অপমান করেন। তাই ভবিষ্যতে যে বিজেপি নেতার এই কথা বাস্তবায়িত হবে, সেই গ্যারান্টি কোথায়? অনেকে বলছেন, আর যাই হোক, তৃণমূলকে ক্ষমতায় রেখে তো সেই মহার্ঘ ভাতার অভাব পূরণ হবে না। আর তৃণমূল সব দিক থেকেই এই রাজ্যকে সর্বনাশের কিনারায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে। তাই বিকল্পের পথে হাঁটতেই হবে। সেদিক থেকে রাজ্যে পরিবর্তন এনে একবার বিজেপিকেও সুযোগ করে দেওয়া উচিত বলেই মনে করছেন একাংশ।

পর্যবেক্ষকদের মতে, নিজের সরকারি কর্মচারীদের অন্তত খুশি রাখার মত পদক্ষেপ নেবেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী, এটা আশা করা যাচ্ছিল। কিন্তু সেটাও তিনি করতে পারলেন না। বরঞ্চ সেই সরকারি কর্মচারীরা যখন নিজেদের হকের দাবিতে আন্দোলন করছেন, তখন তাদের টুটি চিপে ধরতে সব চেষ্টা করছে এই রাজ্যের প্রশাসন। সর্বতোভাবে তাদের বাধা দেওয়ার জন্য পুলিশ দিয়ে চেষ্টা হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত কোনো কিছুতেই হার মানেননি সেই সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। তারা তাদের আন্দোলনের ঝাঁঝকে এতটাই বাড়িয়ে দিয়েছেন যে, অন্যান্য সমস্ত জ্বলন্ত ইস্যুর মত এই মহার্ঘ ভাতা না পাওয়ার ইস্যুতেও এই রাজ্য অস্বস্তিতে পড়ছে। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!