এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নতুন ঘোষণা অপেক্ষায়ই গোটা রাজ্য, তবুও জল্পনা বাড়াচ্ছেন শুভেন্দু

নতুন ঘোষণা অপেক্ষায়ই গোটা রাজ্য, তবুও জল্পনা বাড়াচ্ছেন শুভেন্দু


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে রাজনৈতিক জল্পনার কোন বিরাম নেই। একদিকে একুশের বিধানসভা নির্বাচন, অন্যদিকে তৃণমূল শিবিরের অন্যতম মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে শুভেন্দু অধিকারী। দলের বিরুদ্ধে বেশ কিছুদিন আগে থেকেই বিক্ষুব্ধ মনোভাব প্রকাশ করে নিষ্ক্রিয় অবস্থায় রয়েছেন শুভেন্দু। এই অবস্থায় জোরদার গুঞ্জন শোনা যায়, শুভেন্দু অধিকারী গেরুয়া শিবিরে যোগদান করতে চলেছেন। যদিও এ ব্যাপারে নিয়ে প্রাথমিকভাবে বিজেপি নেতারা ছোটখাটো মন্তব্য করলেও পরবর্তীতে বিশেষ কোনো মন্তব্য করেননি। কারণ শুভেন্দু অধিকারী কিন্তু এখনো পর্যন্ত তৃণমূল বিধায়ক এবং দলের প্রাথমিক সদস্য হিসেবে রয়েছেন।

এই অবস্থায় মঙ্গলবার শুভেন্দু অধিকারীর জন্মদিন উপলক্ষে নতুন কিছু ঘোষণা শোনার আশায় রাজ্যের নজর রয়েছে শুভেন্দু অধিকারীর হলদিয়ার সভায়। সেই সভা থেকেই কি শুভেন্দু অধিকারী নতুন বার্তা দেবেন? কৌতুহল সবার। অন্যদিকে শুভেন্দু অধিকারী তৃণমূলে বিক্ষুব্ধ মনোভাব দেখানোর পর থেকেই তাঁর অনুগামীদের পোস্টার পড়ে সর্বত্র। এমনকি মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারে সভা করবেন যেখানে, সেই সভাস্থলের আশেপাশেও শুভেন্দু অধিকারীর পোস্টার দেখা দিয়েছে। অন্যদিকে আবার শুভেন্দুর হলদিয়া এলাকায় যে অরাজনৈতিক সভাতে যোগ দেওয়ার কথা, তার আশেপাশে আবার তৃণমূলের পোস্টার পড়েছে বলে শোনা যাচ্ছে।

অন্যদিকে এই হলদিয়ার সভা থেকেই শুভেন্দু অধিকারী তাঁর রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে চলেছেন বলে খবর। যদিও শুভেন্দুর ঘনিষ্ঠ মহল থেকে এমন কোনোরকম সম্ভাবনার কথা উড়িয়ে দেওয়া হচ্ছে। শুভেন্দুর ঘনিষ্ঠ মহল থেকে জানা যাচ্ছে, নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার আগে শুভেন্দু অধিকারী নীতিগতভাবে তৃণমূলের বিধায়ক পদ ছাড়বেন। সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীকে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে ইস্তফাপত্র দাখিল করতে হবে। নিশ্চিত করতে হবে তাঁকে দিয়ে জোর করে কেউ ইস্তফাপত্র লিখিয়ে নেয়নি। কিংবা কেউ ইমেইল হ্যাক করে ইস্তফা পাঠায় নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে জন্মদিনে শুভেন্দু অধিকারীর তরফ থেকে বিশেষ কোনো পদক্ষেপ নেওয়া হয় কিনা সেদিকে লক্ষ্য সবার। ইতিমধ্যেই তৃণমূলের এক শীর্ষ নেতা তীর্যক মন্তব্য করে জানিয়েছেন, জন্মদিনে ত্যাগ এবং তার কয়েকদিন পরেই গ্রহণ হবে শুভেন্দু অধিকারীর। অর্থাৎ জন্মদিনে তৃণমূল ত্যাগ করবেন এবং তারপরে হয়তো অন্য দলের পদ গ্রহণ করতে পারেন শুভেন্দু বলে ইঙ্গিত দেওয়া হচ্ছে। অন্যদিকে এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর, সোমবার শুভেন্দু অধিকারীর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে বিশেষ ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা বরাদ্দ হচ্ছে। সেই মর্মে কেন্দ্রীয় গোয়েন্দাদের নির্দেশ আসতে চলেছে রাজ্য শাখার কাছে।

নিরাপত্তার ক্ষেত্রে এবার থেকে সর্বক্ষণ তিনজন সশস্ত্র রক্ষী থাকবে শুভেন্দুর সাথে। রক্ষীদের দুজনের কাছে থাকবে লাইট মেশিনগান এবং একজনের কাছে থাকবে নাইন এমএম পিস্তল। এছাড়াও শুভেন্দুর বাড়িতেও নিরাপত্তা জোরদার করা হচ্ছে। আরো দুজন নিরাপত্তা রক্ষী মোতায়েন থাকবেন শুভেন্দু অধিকারীর বাড়িতে। ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় নিরাপত্তা পাওয়ার পর শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের দেওয়া বিশেষ নিরাপত্তা ছেড়ে দেবেন।

তবে বিশেষজ্ঞদের মতে, শুভেন্দু অধিকারীকে যেভাবে কেন্দ্রীয় সুরক্ষা প্রদান করা হল তাতে কিন্তু শুভেন্দু অধিকারীর তরফ থেকে রাজনৈতিক অবস্থান স্পষ্ট না হলেও আকারে-ইঙ্গিতে কিন্তু বোঝাই যাচ্ছে শুভেন্দু অধিকারী বিজেপি সম্পদ হতে চলেছেন আগামী দিনে। শুভেন্দু অধিকারীর তৃণমূল ছাড়া এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। তাই দেখার শুভেন্দু অধিকারী কবে বিধায়ক পদ ছাড়তে চলেছেন এবং তিনি তার রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে চলেছেন কোনোরকম জল্পনাকে না উসকে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!