এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > ভোটের মাঝেই করোনা আক্রান্ত হেভিওয়েট বিজেপি সাংসদ, আতঙ্কে নেতা-কর্মীরা!

ভোটের মাঝেই করোনা আক্রান্ত হেভিওয়েট বিজেপি সাংসদ, আতঙ্কে নেতা-কর্মীরা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনের মধ্যে আছড়ে পড়েছে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ। রাজনৈতিক দলগুলো সভা-সমিতি করার কারণে সেই করোনা ভাইরাস আরও বৃদ্ধি পেতে শুরু করেছে গোটা বাংলা জুড়ে। ইতিমধ্যেই একাধিক রাজনৈতিক দলের প্রার্থীরা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর এই পরিস্থিতিতে এবার উত্তর মালদহ লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মুর শরীরে বাসা বাঁধল ভয়াবহ এই মারন ভাইরাস। যে খবর প্রকাশ্যে আসার পরই কার্যত আতঙ্ক ছড়িয়ে পড়েছে জেলা বিজেপির অন্দরমহলে।

সূত্রের খবর, এদিন এই প্রসঙ্গে উত্তর মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, “মালদহে প্রধানমন্ত্রীর সভা থাকায় কোভিড পরীক্ষা করা হয়। আজ সকালে রিপোর্ট পেয়েছি। রিপোর্ট পজেটিভ এসেছে। তাই আপাতত ঘরে বসেই নির্বাচনের কাজ করব আইসোলেশনে থাকছি।” এদিকে খগেন মুর্মুর পাশাপাশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, বেশ কয়েকদিন ধরেই তিনি অসুস্থ বোধ করছিলেন। তবে এদিন তার করোনা রিপোর্ট পজেটিভ আসার পরই তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে‌। বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন হেভিওয়েট এই বিজেপি প্রার্থী। বিশ্লেষকরা বলছেন, করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করা ইতিমধ্যেই রোড শো, মিছিলের মত বড় কর্মসূচিগুলোকে বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন। দ্রুত পরিস্থিতি আয়ত্তের বাইরে বেরিয়ে যাওয়ার আশঙ্কা করছেন একাংশ।

তাই এখন থেকেই সকলে সচেতন হতে শুরু করেছেন। তবে এর মাঝেই যেভাবে রাজনৈতিক দলের প্রার্থী থেকে শুরু করে জনপ্রতিনিধিরা করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন, তাতে আতঙ্ক ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এবার নির্বাচনের আগে যেভাবে বিজেপি সাংসদ এবং বিজেপি প্রার্থী করোনা ভাইরাসে আক্রান্ত হলেন, তাতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সব মিলিয়ে ভয়াবহ এই ভাইরাসকে পরাজিত করে কবে সুস্থ হয়ে ওঠেন খগেন মুর্মু এবং শ্রীরুপাদেবী, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!