এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > এনআরসি প্রসঙ্গক্রমে নরেন্দ্র মোদী ও অমিত শাহকে তীব্র আক্রমণ তৃণমূলের হেভিওয়েট নেতার

এনআরসি প্রসঙ্গক্রমে নরেন্দ্র মোদী ও অমিত শাহকে তীব্র আক্রমণ তৃণমূলের হেভিওয়েট নেতার

জাতীয় নাগরিক পঞ্জী আইন নিয়ে ইতিমধ্যে দেশজুড়ে প্রতিবাদ, আন্দোলন শুরু হয়েছে। যার রেশ এসে পড়েছে পশ্চিমবঙ্গে। প্রথম থেকেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জাতীয় নাগরিকপঞ্জি আইনের বিরুদ্ধে রাজপথে প্রতিবাদ, মিছিল করে আপত্তি জানিয়েছেন। শুধু তাই নয়, সারাদেশের বিজেপি দলগুলিকে একজোট হওয়ার আবেদন জানিয়েছেন তিনি। এবার পশ্চিমবঙ্গ থেকেই তৃণমূলের আরেক সদস্য অনুব্রত মণ্ডল বিরোধিতা করতে গিয়ে দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পর্কে বেলাগাম মন্তব্য করে বসলেন।

পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে শুরু হয়েছে তৃণমূলের পক্ষ থেকে এনআরসি ও সি এ এ বিরোধিতায় প্রতিবাদ সভা। এরকমই একটি সভা থেকে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে বেলাগাম ভাষায় আক্রমণ করলেন অনুব্রত মণ্ডল। এদিন বীরভূমের সভা থেকে তিনি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেন, দুজনেই মাথামোটা। পাশাপাশি তিনি এও বলেন, ‘শরীরে এক বিন্দু রক্ত থাকতে এনআরসি আর মানবো না’। মুখ্যমন্ত্রীর নামাজ পড়া নিয়ে যারা সমালোচনা করছেন তাঁদের পাল্টা সমালোচনা করেছেন এদিন অনুব্রত মণ্ডল।

এদিন অনুব্রত মণ্ডল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম করে বলেন, ‘দুটো মাথা মোটা ভারতকে শেষ করে দিচ্ছে। কিন্তু তারা তা পারবে না। কেননা ভারতের মাটি, পশ্চিমবঙ্গের মাটি খুব শক্ত।’ অনুব্রত মণ্ডল আরও বলেন, ‘একদিকে বলছেন এনআরসি হবে না। অন্যদিকে বলছেন, সারাদেশে এনআরসি হবে। পুরো বিষয়টি প্রকাশ হয়ে পড়ছে। ঢাকতে চাইলেও পারছেনা।’

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এনআরসি নিয়ে অনুব্রত মণ্ডলের এদিন হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দেন, কোন মতেই এনআরসি এবং ক্যাব মানা হবে না। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলনের সূচনা করেছেন, সেই আন্দোলন কখনোই বন্ধ হবে না বলে জানিয়েছেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি। তিনি পরিষ্কার করে জানিয়ে দেন, পশ্চিমবঙ্গে হিন্দু মুসলিম সবাই একসঙ্গে থাকবে।

এদিন অনুব্রত মণ্ডল আরো বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়েছিলেন, কিন্তু সে কাজ করতে গিয়ে বারে বারে আঘাত নেমে এসেছিল মুখ্যমন্ত্রীর ওপর। হামলার প্রসঙ্গ উল্লেখ করে অনুব্রত মণ্ডল বলেন, যে আঘাত মমতা বন্দ্যোপাধ্যায়ের শরীরে করা হয়েছিল, তা এখনো পর্যন্ত যায়নি। প্রসঙ্গক্রমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামাজ পড়া বিষয়টি মুখ্যমন্ত্রী সম্পর্কে যে মন্তব্য করা হয়েছে, সেই মন্তব্যের সমালোচনা করেন অনুব্রত মণ্ডল। এমনকি তিনি নিজেও যে বিপদে পড়লে মসজিদে যান তা জানিয়েছেন।

অন্যদিকে, অনুব্রত মণ্ডলের বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা শুরু হয়েছে। যেভাবে অনুব্রত মণ্ডল প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে মাথামোটা বলে আখ্যা দিয়েছেন তা নিয়ে রাজ্য বিজেপির অন্দরে শোরগোল শুরু হয়েছে। অন্যদিকে, রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, প্রতিবাদ করতে গিয়ে কখনোই কাউকে কোন অপমানজনক মন্তব্য করে ছোট করা উচিত নয়। সে যেই হোক না কেন। তবে অনুব্রত মণ্ডলের বক্তব্যকে ঘিরে এখনো পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে অন্য কেউ কিছু মন্তব্য করেননি। আপাতত সম্পূর্ণ বিষয়টি নজরে রাখছে রাজনৈতিক পর্যবেক্ষকগণ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!