এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দুঃসাহস! বিশ্ববিদ্যালয় নিয়ে রাজ্যপালকে চিঠি প্রত্যাহারের দাবি! চরমে পৌঁছে গেল নবান্ন!

দুঃসাহস! বিশ্ববিদ্যালয় নিয়ে রাজ্যপালকে চিঠি প্রত্যাহারের দাবি! চরমে পৌঁছে গেল নবান্ন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিশ্ববিদ্যালয় নিয়ে সংঘাতের জেরে শেষ পর্যন্ত শেষ সীমায় পৌঁছে গেল রাজ্যের শিক্ষা দপ্তর। চিঠি, পাল্টা চিঠির যুদ্ধ লেগেই ছিল। আর এবার উপাচার্যই শেষ কথা বলে রাজভবনের পক্ষ থেকে যে চিঠি বিশ্ববিদ্যালয় গুলোকে পাঠানো হয়েছে, তা যেন প্রত্যাহার করা হয়, এই বলে রাজভবনে চিঠি পাঠালো রাজ্য। আর সাংবিধানিক প্রধানের কাছে শিক্ষা দপ্তরের এই চিঠি দুঃসাহসের চরম পর্যায় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, রাজ্যের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে রাজভবনে রাজ্যপালের বিশেষ সচিবকে একটি চিঠি পাঠানো হয়েছে। যেখানে বলা হয়েছে যে, রাজ্যপাল উপাচার্যদের সব সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যে চিঠি দিয়েছেন, তা বেআইনি। রাজ্যপাল কোনোমতেই এই ধরনের কাজ করতে পারেন না। তাই সেই চিঠি যাতে প্রত্যাহার করে নেওয়া হয়। কিন্তু সাংবিধানিক প্রধানের চিঠির ওপর কি এই ধরনের কথা বলা সাজে রাজ্য সরকারের! শিক্ষা দপ্তরের পক্ষ থেকে যে চিঠি রাজভবনে পাঠানো হলো, তা তো এক কথায় নজিরবিহীন। অন্তত তেমনটাই মনে করছেন একাংশ।

বলা বাহুল্য, রাজ্যপাল প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে একটি চিঠি পাঠিয়ে জানিয়ে দিয়েছিলেন যে, বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার জন্য শেষ কথা বলবেন উপাচার্য। এক্ষেত্রে রাজ্য সরকারের নিয়ম মানতে বাধ্য নয় বিশ্ববিদ্যালয়গুলো। আর তাতেই ক্ষেপে উঠেছিল রাজ্য সরকার। আর এবার রাজ্যপালের সেই চিঠির বিরোধিতা করে তার বিশেষ সচিবকে চিঠি পাঠিয়ে শিক্ষা দপ্তর সেই চিঠি প্রত্যাহার করার কথা জানিয়ে দিলো।

একাংশের প্রশ্ন, এবার কি হবে? রাজ্যের এই চিঠিতে কি রাজ্যপাল সুর নরম করে দেবেন! তিনি কি তার পাঠানো চিঠি প্রত্যাহার করে নেবেন! বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি যে জায়গায় পৌঁছচ্ছে, তাতে বিশ্ববিদ্যালয় নিয়ে এক বিরোধী সংঘাত দেখা দেবে রাজ্য বনাম রাজভবনের মধ্যে। কোনোমতেই একটি সরকার রাজ্যপালের কোনো নির্দেশকে এভাবে অমান্য করতে পারে না। রাজ্যপাল চেয়েছেন, বিশ্ববিদ্যালয়গুলো উপাচার্যের কথামতো চলুক। রাজ্যপাল কিন্তু সেখানে খবর দালালি করতে যাননি। কিন্তু সরকারের তা সহ্য হচ্ছে না। সরকার চাইছে, বিশ্ববিদ্যালয় গুলোতে তারাই শেষ কথা বলবে। তাই এক্ষেত্রে রাজভবনের তেমন কোনো দায় না থাকলেও, রাজ্যপালের বিশেষ সচিবকে চিঠি পাঠিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করলো রাজ্যের শিক্ষা দপ্তর, তাতে আগামী দিন গোটা বিষয় নিয়ে বড়সড় দৃশ্যের সাক্ষী থাকবে নবান্ন এবং রাজভবন বলেই দাবি ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!