এখন পড়ছেন
হোম > জাতীয় > মমতা পুলিশের ঘুম কাড়লো জাতীয় কমিশন, শিক্ষক দিবসের দিনেই বড় শিক্ষা পাবে নবান্ন!

মমতা পুলিশের ঘুম কাড়লো জাতীয় কমিশন, শিক্ষক দিবসের দিনেই বড় শিক্ষা পাবে নবান্ন!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্য প্রশাসন চলে তৃণমূলের কথায়, পুলিশ তৃণমূলের দলদাস হয়ে গিয়েছে, বারবার এই অভিযোগ করে বিরোধীরা। তবে এবার কি সেই রাজ্য এবং শাসক দলের কথাতে চলেই বড়সড় বিপদে পড়তে চলেছেন পুলিশ কর্তারা! জাতীয় এসসি কমিশনের এক পদক্ষেপে কিন্তু তেমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যেখানে শিক্ষক দিবসের দিন রাজ্যের পাঁচ পুলিশ কর্তাকে তলব করেছে জাতীয় এসসি কমিশন। আর এই তলবে রাজ্য প্রশাসন পাত্তা না দিলেও ভবিষ্যতে যে আরও বড় বিপদ অপেক্ষা করতে পারে প্রশাসনের জন্য, সেই সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞদের একাংশ।

জানা গিয়েছে, আগামী কাল শিক্ষক দিবসের দিন জাতীয় এসসি কমিশনের পক্ষ থেকে রাজ্যের পাঁচ জেলার পুলিশ কর্তাকে তলব করা হয়েছে। যেখানে রানাঘাট, নদীয়া, বালুরঘাট সহ আরও দুই জায়গার পুলিশ কর্তা রয়েছে। কিন্তু কেন এই তলব করল জাতীয় এসসি কমিশন? জানা গিয়েছে, বিগত পঞ্চায়েত ভোটে রাজ্য জুড়ে ব্যাপক হামলা হয়েছে। আর তার মধ্যে পাঁচ এলাকায় এসসি সম্প্রদায়ের ওপর আঘাত নেমে এসেছে বলে অভিযোগ জমা পড়েছে জাতীয় এসসি কমিশনের কাছে। আর সেই অভিযোগের ভিত্তিতেই এই পাঁচ এলাকার পুলিশকর্তাদের তলব করেছে কমিশন।

বিরোধীদের দাবি, রাজ্যে পুলিশ বলে আর কিছু নেই। এখন পুলিশ মানেই তৃণমূল হয়ে গিয়েছে। মানুষ এখন সুবিচার চাইতে গেলে থানায় যাওয়া আর তৃণমূলের পার্টি অফিসে যাওয়া একই ব্যাপার। নির্বাচনের সময় পুলিশকর্তারা দাঁড়িয়ে থেকে সন্ত্রাসকে মদত দিয়েছেন। যার কারণে এবার তাদের সেই পাপের ফল চোকাতে হবে। জবাব দিতে হবে জাতীয় এসসি কমিশনের কাছে। বিভিন্ন সম্প্রদায়ের মানুষের ওপর আঘাতের পরেও কেন পুলিশ প্রশাসন চুপ ছিল, তা নিয়ে জাতীয় কমিশন যে পাঁচ পুলিশ কর্তাকে তলব করেছে, তাকে স্বাগত জানাচ্ছে বিরোধীরা।

পর্যবেক্ষকদের মতে, পুলিশের বিরুদ্ধে যেভাবে দলীয় তন্ত্রের অভিযোগ উঠছে, তাতে জাতীয় এসসি কমিশনের পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শিক্ষক দিবসের দিন পাঁচ পুলিশ কর্তাকে কমিশনের তলব নবান্নের ভিতকে নাড়িয়ে দিতে পারে। বড়সড় ধাক্কা খেতে পারে নবান্নের মমতা সরকার। তবে শেষ পর্যন্ত এসসি কমিশনের তলবে রাজ্যের পাঁচ পুলিশ কর্তা সাড়া দেন কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!