এখন পড়ছেন
হোম > জাতীয় > এবার কংগ্রেসকে হটাতে বিজেপির যজ্ঞ

এবার কংগ্রেসকে হটাতে বিজেপির যজ্ঞ


গোটা ভারতে একাধিপত্য গড়ে তুলতে চাইছে বিজেপি। আর তাই সামনের বিধানসভা নির্বাচন গুলিতে কংগ্রেসকে কোনঠাসা করতে একের পর এক কর্মসূচি নিয়েছে বিজেপি। তার মধ্যে অন্যতম হলো গোরক্ষা যজ্ঞ।জানা গেছে গোটা কর্ণাটকে ২০০-রও বেশি বেআইনী গো-পালন ও গো-হত্যা এলাকা রয়েছে আর বেঙ্গালুরুতে শুরু হয়েছে এই ২৪ ঘন্টার যজ্ঞ।আর গো-পালন ও গো-হত্যা নিয়ে মানুষকে সচেতন করতেই এই জগ্যের আয়োজন বলেও জানা গেছে। রাজ্যের গো-উন্নয়ন সেলের উদ্যোক্তা সিদ্ধার্থ গোয়েঙ্কা জানিয়েছেন যে,গো-হত্যা পরিবেশ দূষণ ছড়াচ্ছে ,আর তাই তা বন্ধ করা দরকার আর তার জন্য যাবতীয় ব্যাবস্থা নেবে বিজেপি।আর এই কাজে মানুষ তাদের পশে থাকবেন বলেও তিনি আশাবাদী।তবে কংগ্রেস বিজেপির এই গো-যজ্ঞ-কে গুরুত্ত্ব দিতে নারাজ। তাদের মতে এই ধর্মীয় প্ররোচনা মূলক কাজকর্ম করে মানুষের মনে ও ভোটব্যাংকে বিজেপি কোনো ভাবেই প্রভাব ফেলতে পারবে না। পাশাপাশি বিজেপিকে বেকার ও দরিদ্রদের জন্য প্রার্থনা করার ও পরামর্শ দিয়েছে। তবে বিজেপি দাবি করেছে যে কংগ্রেস ভয় পেয়ে একথা বলছে। তারা জানে কোনটা ঠিক আর কোনটা ভুল তাই তারা তাদের লক্ষে ঠিক।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!