এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > রাজ্যসভার পাটিগণিত – পশ্চিমবঙ্গের পাঁচ আসনের বিস্তারিত ফলাফল

রাজ্যসভার পাটিগণিত – পশ্চিমবঙ্গের পাঁচ আসনের বিস্তারিত ফলাফল

সারা দেশের ১৭ টি রাজ্যের সঙ্গে আজ পশ্চিমবঙ্গেও রাজ্যসভা নির্বাচন ছিল। দিনের শেষে রাজ্য থেকে রাজ্যসভায় গেলেন ৪ তৃণমূল প্রার্থী ও ১ কংগ্রেস প্রার্থী। একনজরে পশ্চিমবঙ্গের রাজ্যসভা নির্বাচনের খুঁটিনাটি –

১. পশ্চিমবঙ্গ থেকে এবার মোট খালি হওয়া আসনের সংখ্যা ছিল – ৫
২. এক একটি আসনে জয়লাভের জন্য প্রয়োজনীয় বিধায়ক সংখ্যা – ৪৯
৩. তৃণমূল কংগ্রেসের ৪ প্রার্থী ছিলেন – নাদিমুল হক, শুভাশীষ চক্রবর্তী, আবীর রঞ্জন বিশ্বাস ও ডাঃ শান্তনু সেন
৪. বিধায়ক সংখ্যার বিচারে এই ৪ প্রার্থীরই জয় নিয়ে কোনো সংশয় ছিল না, যথারীতি ৪ জন্যেই জয়ী হয়েছেন

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

৫. মূল লড়াই ছিল, পঞ্চম আসনে – সেখানে লড়াই ছিল কংগ্রেসের অভিষেক মনু সিঙ্ঘভি ও বামফ্রন্টের রবিন দেবের মধ্যে
৬. বর্তমানে তৃণমূলের ২১২ জন বিধায়ক, বামফ্রন্টের ৩০ জন বিধায়ক (২ জন দলবদল করে তৃণমূলে যোগ দিয়েছেন) ও কংগ্রেসের ৩০ জন বিধায়ক (২০১৬ সালে ৪২ টি আসনে জয়ী হলেও, পরে দুটি আসন উপনির্বাচনে খোয়াতে হয়। এছাড়াও ১০ কংগ্রেস বিধায়ক দলবদল করে শাসকদলে যোগদেন) আছেন
৭. নিজেদের প্রার্থীদের জেতানোর পরেও তৃণমূলের হাতে অতিরিক্ত ১৬ টি ভোট ছিল
৮. গোর্খা জনমুক্তি মোর্চার ৩ বিধায়ক, শাসকদলের সাথে ছিল
৯. বিজেপির তিন বিধায়ক ভোটদানে বিরত ছিলেন
১০. আজ ভোট দানের সময় ১ কংগ্রেস বিধায়ক ও ৩ জন তৃণমূল কংগ্রেস বিধায়কের ভোট বাতিল হয়ে যায়
১১. পঞ্চম আসনে বামফ্রন্টের রবীনবাবু ৩০ টি ভোট পান
১২. অন্যদিকে কংগ্রেস প্রার্থী অভিষেক মনু সিঙ্ঘভি প্রয়োজনীয় ৪৯ টি ভোট পান না, তিনি পান ৪৭ টি ভোট
১৩. কিন্তু রাজ্যসভার ভোটের নিয়মে জয়ী ঘোষণা করা হয় কংগ্রেস প্রার্থীকে

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!