এখন পড়ছেন
হোম > জাতীয় > ভারতে করোনা রুখতে এবার বিশেষ প্রশিক্ষিত বাহিনীকে আসরে নামানোর পরিকল্পনায় কেন্দ্র সরকার

ভারতে করোনা রুখতে এবার বিশেষ প্রশিক্ষিত বাহিনীকে আসরে নামানোর পরিকল্পনায় কেন্দ্র সরকার


ভারতীয় আকাশে করোনা সংক্রমনের কালো মেঘ ক্রমশ ঘনীভূত হচ্ছে। তীব্র থেকে তীব্রতর হচ্ছে গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা। যদিও ভারতে করোনা হানার বেশ কিছুদিনের মধ্যেই ভারত জুড়ে শুরু হয়ে যায় লকডাউন। অর্থাৎ জনসমাবেশের উপর তীব্র নিষেধাজ্ঞা। কিন্তু তা সত্ত্বেও দেখা যায়, প্রায় প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা এবং মৃতের সংখ্যা। এই অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথম থেকেই প্রধানমন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন, বিশেষ প্রশিক্ষিত বাহিনীকে কাজে লাগানোর।

এবার কেন্দ্রীয় সরকার সেই বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে চলেছে বলে জানা যাচ্ছে। প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী এবার করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় বিশেষ প্রশিক্ষিত বাহিনী নামতে চলেছে। ইতিমধ্যে করোনা সংক্রমণ মোকাবিলার জন্য এনসিসি, এনএসএ, ভারতীয় রেডক্রস সোসাইটি এবং বিএসজিকে বিশেষ প্রশিক্ষণের দ্বারা প্রশিক্ষিত করা হচ্ছে বলে খবর। পৃথিবীর বিভিন্ন দেশে ইতিমধ্যে করোনা সংক্রমণ মারাত্মক আকার ধারণ করেছে, যাদের মধ্যে আমেরিকা, ইতালি, জার্মানি অন্যতম।

পাল্লা দিয়ে এবার ভারতেও করোনা সংক্রমণ ব্যাপকভাবে ছড়াতে শুরু করেছে। ইতিমধ্যেই চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা জীবনপণ করে করোনা আক্রান্তদের চিকিৎসা করে চলেছেন। এবার তাঁদের সাহায্যে কাজে নামছে প্রশিক্ষিত বাহিনী। সূত্রের খবর, দেশের বিভিন্ন প্রান্তের প্রশিক্ষিত বাহিনীদের পাঠানো হবে করোনা মোকাবিলার জন্য। জানা গেছে, এই বিশাল বাহিনী তৈরি হবে এনসিসি, এনএসএ, ভারতীয় রেডক্রস সোসাইটি, বিএসজি সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন নিয়ে করোনা মোকাবিলার জন্য ইতিমধ্যেই তাঁদের উদ্দেশ্যে অনলাইনে ট্রেনিং মডিউল প্রস্তুত করা হয়েছে বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সমস্ত সরকারি দপ্তরে তাঁদের প্রশিক্ষণ দেওয়ার কর্মসূচি শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, এই মুহূর্তে সব থেকে বড় আশঙ্কাজনক খবর হলো ভারতবর্ষে করোনা আক্রান্তের সংখ্যা ছুঁয়ে ফেলেছে 5000 এর গণ্ডি। ইতিমধ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন 149 জন। পরিস্থিতি রীতিমত উদ্বেগজনক। সূত্রের খবর, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় সরকার লকডাউন বাড়ানোর চিন্তা ভাবনা করছে। আজ বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক জরুরি বৈঠকে বসতে চলেছেন। আগামী শনিবার তিনি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন এবং তারপরেই করোনা সংক্রান্ত বড় সিদ্ধান্ত তিনি সরকারিভাবে ঘোষণা করবেন বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে করোনা ঘিরে যেভাবে ভারতবর্ষের পরিস্থিতি ক্রমাগত খারাপ হচ্ছে, তা নিয়ে চিন্তিত দেশের সব মহলই। সবথেকে বড় বিপদের কথা হচ্ছে এই লড়াই মানুষ বনাম ভাইরাসের। এই মুহূর্তে মানুষের হাতে এই মারণ ভাইরাসের বিরুদ্ধে কোন অস্ত্র নেই। কারণ এখনো পর্যন্ত করোনা ভাইরাসের বিরুদ্ধে কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি। তবে বিজ্ঞানীরা মরণপণ লড়াই করছেন, যত শীঘ্র সম্ভব করোনা ভাইরাসের প্রতিষেধক আবিষ্কারের ব্যাপারে। আপাতত পরিস্থিতি আরো খারাপ হয়, না এখান থেকে ঘুরে দাঁড়াতে সমর্থ হয় ভারত বর্ষ- সেদিকেই এখন নজর সবার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!