এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > অর্জুন সিংহের বাড়ির সামনে বোমাবাজি, ব্যাপক চাঞ্চল্য!

অর্জুন সিংহের বাড়ির সামনে বোমাবাজি, ব্যাপক চাঞ্চল্য!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত লোকসভা নির্বাচনের সময়ে গোটা রাজ্যের মধ্যে সবথেকে বেশি উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল উত্তর 24 পরগনা জেলার জগদ্দল থেকে শুরু করে ভাটপাড়া এলাকায়। যেখানে মুহুর্মুহু বোমা এবং গুলির লড়াই চলতে দেখা যায়। স্বাভাবিক ভাবেই আতঙ্কিত পরিস্থিতি তৈরি হয়েছিল গোটা উত্তর 24 পরগনা জেলা জুড়ে।

আর বিধানসভা নির্বাচনের সময়েও সেই আতঙ্ক বজায় রইল। এবার ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠল জগদ্দল এলাকা। যেখানে বিজেপি সাংসদ অর্জুন সিংহের বাড়ির সামনে বোমাবাজি করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। স্বাভাবিক ভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে।

অভিযোগ, এদিন অর্জুন সিংহের বাড়ির সামনে বোমাবাজি করা হয়। পরবর্তীতে বোমাবাজির পর তল্লাশি চালানোর সময় মহিলাদের হেনস্থা করার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। আর তারপরেই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ। স্বাভাবিক ভাবেই মুহূর্তের মধ্যে রণক্ষেত্র হয়ে ওঠে গোটা পরিস্থিতি।

অনেকে বলতে শুরু করেছেন, নির্বাচনের আগে এই ধরনের ঘটনা এলাকার পরিবেশকে আরও আতঙ্কিত করে তুলল। এমনিতেই এই এলাকাগুলোতে মাঝেমধ্যেই বোমা এবং গুলির লড়াই তৈরি হতে দেখা যায়। তবে নির্বাচনের আগে এই ঘটনা যে সেই ভয়াবহতাকে আরও দ্বিগুন ভাবে বাড়িয়ে দিল, তা বলার অপেক্ষা রাখে না।

বিশ্লেষকদের একাংশ বলছেন, অবিলম্বে নির্বাচন কমিশনের এই দিকে নজর দেওয়া উচিত। পঞ্চম দফার নির্বাচনের পর ষষ্ঠ দফার নির্বাচনের ক্ষেত্রে যাতে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় থাকে, তার জন্য কমিশনের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

বাকি রয়েছে আরও তিন দফার নির্বাচন। আর তার আগে যেভাবে বিজেপি সাংসদের বাড়ির সামনে বোমাবাজি করার অভিযোগ উঠল, তাতে এলাকার আইন-শৃঙ্খলা প্রশ্নের মুখে দাঁড়িয়ে গেল। এক্ষেত্রে একজন জনপ্রতিনিধির বাড়ির সামনে এই ঘটনা নিঃসন্দেহে আলোড়ন ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!