এখন পড়ছেন
হোম > রাজ্য > শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের GS-এর বিরুদ্ধে

শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের GS-এর বিরুদ্ধে

এবার রিষড়া বিধানচন্দ্র কলেজের তৃণমূল ছাত্র পরিষদের GS-শাহিদ হাসান খানের বিরুদ্ধে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ উঠল। অভিযোগকারিণীর তৃণমূলেরই সদস্যা বলে জানা গেছে। অভিযোগকারিণী ওই ছাত্রী জানিয়েছেন যে শাহিদ হাসান নানাভাবে তাকে হেনস্থা করতেন প্রায়ই। এদিন তার কাছে মোবাইল চাওয়া হয় তিনি তা দিতে অস্বীকার করেন এরপর তাকে প্রথমে চড় মারা হয় , তারপর ব্যাগ ছুঁড়ে মারা হয়। এরপর টেবিলের কাঁচ তুলেও মারা হয়। এরপর লাথি মারেন তাকে শাহিদ হাসান। এই পুরো ঘটনাটি ঘটেছে সংসদের ঘরে। আর এইসব কিছুই ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরাতে। ছাত্রী আরো অভিযোগ করেছেন যে এই ঘটনার পর থেকে নানা ভাবে তার গায়ে হাত দেবার চেষ্টা করতো শাহিদ হাসান। হুমকি দেওয়া হতো এবং এই নিয়ে মুখ খুললে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হতো.বাড়িতে ফোন করেও নাকি এমন হুমকি দেওয়া হয়েছে ,এরপর ওই ছাত্রী শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করেন। এই নিয়ে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত GS শাহিদ হাসান। তিনি বলেন যে এমন কিছুই হয়নি। তাঁরা ভালো বন্ধু। মজার ছলে এটা হয়েছে। শ্লীলতাহানি বা মারধরের কথা সত্যি নয়। ফাঁসানোর জন্য এধরনের অভিযোগ আনা হয়েছে।এই নিয়ে বিধানচন্দ্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ রমেশ কুমার বলেন,কোনও অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।এখনো অবধি শিক্ষামন্ত্রীর তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!