এখন পড়ছেন
হোম > জাতীয় > সরকারি চাকরি নিয়ে বিজেপির শীর্ষমন্ত্রী যা জানালেন – জানলে আঁতকে উঠবেন আপনিও

সরকারি চাকরি নিয়ে বিজেপির শীর্ষমন্ত্রী যা জানালেন – জানলে আঁতকে উঠবেন আপনিও

আবারও বিস্ফোরক মন্তব্যের জেরে সংবাদ শিরোনামে বিজেপি দলের এক শীর্ষ নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী। মহারাষ্ট্রে সংরক্ষণের দাবিতে শুরু হওয়া গণ আন্দোলনের প্রসঙ্গে এদিন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়কড়ি স্পষ্ট ভাষায় জানালেন, অনুন্নত সম্প্রদায়ের মানুষের আসন সংরক্ষণের দাবি মেনে নেওয়া হলেও দেশের কর্ম সংস্থান তো আর বৃদ্ধি হচ্ছেনা বরং দিনে দিনে সংকুচিত হচ্ছে চাকরীর বাজার।

তাই সরকার জনগনের এই দাবি মেনে নিলেও তারা এ থেকে বিশেষ কোনো সুবিধা করতে পারবেনা।  কেন্দ্রীয় মন্ত্রীর এহেন মন্তব্য থেকে স্বভাবতই উঠে এলো দেশ বিদেশের বাজারে চাকরীর বর্তমান অবস্থা। এমন দাবি করছে দেশের বিরোধী দলগুলি। মহারাষ্ট্রের সংরক্ষণ সংক্রান্ত আন্দোলনের ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় মন্ত্রী বললেন,”তর্কের খাতিরে যদি সংররক্ষণ দিয়েও দেওয়া হয়, তাহলে পালটা প্রশ্ন ওঠে, চাকরি কোথায়? আইটি-র কারণে ব্যাংকিং সেক্টরে চাকরি কমে আসছে।”

কেন্দ্রীয় মন্ত্রী কার্যত সওয়াল করে জানালেন যখন সরকারী চাকরীরই যথেষ্ট অভাব রয়েছে সেখানে সংরক্ষণের দাবি করার অর্থ কী? উলটে তিনি দাবি করলেন সকলেই দাবি করছেন যে তিনি অনুন্নত শ্রেণীর এবং তিনি সংরক্ষণের আওতায় আসতে চান। তাঁর মতে যিনি অর্থনৈতিকভাবে দুর্বল তাঁকে কোনো ধর্ম বা জাতির মাপকাঠিতে বিচার করে কোনো লাভ নেই।

তাই  পুরো বিষয়টিকে আর্থ-সামাজিক দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে বলে মনে করেন কেন্দ্রীয় মন্ত্রী। কিন্তু তা নিয়ে রাজনীতি কখনওই কাম্য নয়। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর এই গোটা বিষয় অত্যন্ত দক্ষতার সাথে মীমাংসা করতে চাইছেন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী তাঁর কাজের প্রশংসা করলেন। তবে কেন্দ্রীয় বললেন এই বিতর্কিত বিষয়ে বিরোধী দলগুলির পক্ষ থেকে আন্দোলনকারীদের উদ্দেশ্যে কোনো উস্কানীমূলক মন্তব্য করা যুক্তিসঙ্গত নয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!