এখন পড়ছেন
হোম > অন্যান্য > আবহাওয়া > আরও একবার শীতকে টেক্কা দিতে আসছে বৃষ্টি, কবে থেকে আবার ফিরবে শীত? জেনে নিন

আরও একবার শীতকে টেক্কা দিতে আসছে বৃষ্টি, কবে থেকে আবার ফিরবে শীত? জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট কয়েকদিন ভালোই শীতের কামড় টের পাওয়া গিয়েছিল। বেশ কয়েকদিন বৃষ্টির পর শীতের দেখা মিলতেই খুশিতে মেতে ওঠে সবাই। কিন্তু শীতের আমেজ পুরোপুরি মিলতে না মিলতেই আবার নতুন করে ঘূর্ণাবর্তের ভ্রুকুটি। শীত আসার আগে একটানা বৃষ্টি এবং নিম্নচাপের জেরে রাজ্যের মানুষ হয়ে উঠেছিল জেরবার। একঘেয়েমি কাটিয়ে উঠে বৃষ্টি কেটে গিয়ে রাজ্যে শীতের দেখা পাওয়া গিয়েছিল। কিন্তু বড়দিনের আগে থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করে।

উত্তুরে হাওয়া ক্রমাগত বাধাপ্রাপ্ত হয়। আবহাওয়া দপ্তর থেকে জানানো হচ্ছে, বিহারে থাকা একটি ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরবঙ্গের বেশকিছু জেলায় বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশকিছু জেলাতেও বৃষ্টির সম্ভাবনা দেখা গিয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী জানা যাচ্ছে, সোমবার সকাল থেকে আকাশ মেঘলা থাকবে। পাশাপাশি 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পাবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হবে। বুধবারেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আকাশ মেঘলা থাকার পাশাপাশি আগামী 48 ঘণ্টায় কুয়াশার  দাপট বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদিও কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টির সম্ভাবনা নেই বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। তবে রোদের তেজ সেভাবে যেমন থাকবেনা, ঠিক তেমনি রাতে কুয়াশা পড়বে।

তবে আশার খবরও শুনিয়েছ আবহাওয়া দপ্তর। জানা গেছে, আগামী বছরের শুরু থেকেই জাঁকিয়ে রাজ্যে আবার শীত ফিরে আসতে চলেছে। অর্থাৎ আগামী সপ্তাহ থেকে আবার নতুন করে শুরু হবে পারদ পতন। খুব স্বাভাবিকভাবেই শীত আসার আগাম বার্তা বছর শেষের সপ্তাহে সাধারণ মানুষের মনে আশা জাগিয়েছে। তবে আবার কতদিন শীতের ব্যাটিং ফর্মে থাকে, সেদিকেই এখন নজর সবার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!