খোদ পুলিশকর্তার মেয়েকেই চরম হেনস্থা, অভিযোগের আঙুল তৃণমূল নেতার ছেলের দিকে অন্যান্য তৃণমূল রাজ্য হাওড়া-হুগলি July 9, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এ রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা। কার্যত তাঁর রাজত্বকালে কোন তরুণীর হেনস্থা হবে, এটা ঠিক মানা যায়না। কিন্তু সেরকমই ছবি উঠে এলো রাজ্যে। যেখানে বিরোধীদের নিয়ে হামেশাই একের পর এক অভিযোগ করে চলে রাজ্যের শাসক দল তৃণমূল, সেখানে এবার শাসকদলের দিকেই ভয়ংকর অভিযোগ তুলেছেন খোদ পুলিশ কর্তার মেয়ে। স্বাভাবিকভাবেই এই ঘটনা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। এত বড় ঘটনা ঘটা সত্বেও কেন অভিযুক্তকে গ্রেফতার করা হচ্ছেনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। ঘটনার সূত্রপাত, হুগলী জেলার উত্তরপাড়ায়। সেখানকার তৃণমূল কো-অর্ডিনেটরের ছেলে দীর্ঘদিন ধরে হেনস্থা করে চলেছে পুলিশের বড়কর্তার মেয়েকে। জানা গিয়েছে, পুলিস কর্তার মেয়ের আপত্তিজনক ছবি পোস্ট করা সত্বেও পুলিশের তরফ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। সূত্রের খবর, উত্তরপাড়া কোতরং পুরসভার 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কো-অর্ডিনেটরের ছেলে একসময়ের সহপাঠী ছিলেন ওই পুলিশ কর্তার মেয়ের। তরুণীর অভিযোগ, তিনি লক্ষ্য করেছিলেন সোশ্যাল মিডিয়ার একটি গ্রুপে ইচ্ছাকৃতভাবে একটি আপত্তিকর ছবির সঙ্গে তাঁর ফোন নাম্বার যোগ করে আপলোড হয়েছে। এরপর তিনি ব্যাপারটি অত গুরুত্ব দেননি। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - কিন্তু এরপর থেকে বিভিন্ন জায়গা থেকে তাঁর কাছে কুপ্রস্তাব দিয়ে ফোন আসতে থাকে। এমনকি বিদেশ থেকেও তাঁর কাছে ফোন আসে বলে তিনি জানিয়েছেন। চূড়ান্ত মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েন তিনি। এরপর গতমাসে বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন অভিযুক্তের বিরুদ্ধে। কিন্তু পুলিশের তরফ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে জানান অভিযোগকারিণী। অন্যদিকে জানা যাচ্ছে, অভিযুক্ত থানায় গিয়ে রীতীমতো পুলিশকর্তাদের হুমকি দিয়ে এসেছে। ছেলের কুকীর্তীর কথা কিন্তু বাবা একপ্রকার স্বীকার করে নিয়েছেন। স্থানীয় কোঅর্ডিনেটর জানিয়েছেন, পুলিশের কাছে তাঁকে ও তাঁর ছেলেকে ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু ছেলের ওপর তাঁর কোনো প্রভাব নেই। তবে অভিযোগকারিণী তরুণীর বাবা অর্থাৎ পুলিশের বড়কর্তার অভিযোগ, গ্রেপ্তার না হওয়ার নেপথ্যে তৃণমূল নেতার প্রভাব থাকার কথা একেবারেই অস্বীকার করা যাচ্ছেনা। খুব স্বাভাবিকভাবে তরুণীকে হেনস্থা করার পরেও এভাবে আইনের হাত এড়ানো নিয়ে কার্যত তৃণমূলের দিকে অভিযোগের আঙুল উঠছে। এই পরিস্থিতিতে এবার দলের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয় কিনা অভিযুক্তের বিরুদ্ধে, সেটাই এখন লক্ষণীয়। আপনার মতামত জানান -