এখন পড়ছেন
হোম > Uncategorized > পঞ্চায়েত নির্বাচনে মৃত্যু মিছিল, মমতার উদ্দেশ্যে নৈতিক প্রশ্ন অধীরের! এবার কি বলবে তৃণমূল!

পঞ্চায়েত নির্বাচনে মৃত্যু মিছিল, মমতার উদ্দেশ্যে নৈতিক প্রশ্ন অধীরের! এবার কি বলবে তৃণমূল!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যের বিধানসভা বা দেশের লোকসভা নির্বাচন নয়। সামান্য স্থানীয় পঞ্চায়েত কে পরিচালনা করবে, গতকাল রাজ্যে ছিল সেই নির্বাচন। আর সেই নির্বাচনেও ক্ষমতা নিজেদের দখলে রাখতে হবে রাজ্যের শাসক দলকে! তাই নির্বাচন কমিশনকে কার্যত নিজেদের হাতে রেখে পরোক্ষে গোটা পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করল তৃণমূলের দুষ্কৃতীরা। অন্তত তেমনটাই দাবি বিরোধীদের। যার কারণে মারা গেলেন প্রচুর মানুষ। আর এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে নৈতিক প্রশ্ন ছুড়ে দিয়ে তৃণমূলের বিড়ম্বনা বাড়িয়ে দিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।

প্রসঙ্গত, এদিন মৃত কর্মীর বাড়িতে সাক্ষাৎ করতে যান অধীর রঞ্জন চৌধুরী। আর সেখানেই মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, “মাননীয়া মুখ্যমন্ত্রী কয়েকটা জায়গায় হারলে কি আপনার মুখ্যমন্ত্রীত্ব চলে যেত! এতগুলো মানুষ মারা না গেলে কি আপনার মুখ্যমন্ত্রীত্ব চলে যেত! আজ না হোক কাল, এর শাস্তি আপনাকে পেতেই হবে।” এদিকে অধীর চৌধুরীর এই বক্তব্যের পরেই তৃণমূল কি বলবে, এটাই বড় প্রশ্ন। কারণ তৃণমূল তো বড়াই করে বলছে, রাজ্যে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। তবে জেলায় জেলায় একটু নজর দিলেই দেখা যাবে, কত মায়ের চোখে জল! কত স্ত্রী তাদের স্বামী হারিয়েছেন! কত সন্তান তাদের বাবা হারিয়েছে! তাই সেই সমস্ত স্বজন হারানো বেদনা কি তৃণমূলের কানে প্রবেশ করছে না!

অনেকে বলছেন, দলীয় কর্মীদের চলে যাওয়া মেনে নিতে পারছেন না অধীর চৌধুরী। সত্যিই, কেই বা তা মানতে পারে! এমনকি তৃণমূলেরও প্রচুর কর্মী এবারের নির্বাচনকে কেন্দ্র করে খুন হয়েছে। কিন্তু তারপরেও তৃণমূল দাবি করছে, এবার নাকি শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। অবশ্য তাদের তাতে কি আসে যায়! কারণ তারা তো ক্ষমতায় রয়েছে, একটি বা দুটো কর্মীর মৃত্যুর বিনিময়ে তাদের কাছে তো ক্ষমতা আসবে, এটাই তাদের কাছে খুশির খবর। তবে বিরোধী রাজনীতি করতে গেলে জবাব দিতে হয় কর্মীদের পরিবারকে। তাই যে পরিবারের মাথার ছাদ চলে গেল, সেই পরিবারের সঙ্গে দেখা করে রীতিমত ভেঙে পড়লেন অধীর চৌধুরী। যার কারণে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়ে প্রদেশ কংগ্রেসের সভাপতি বুঝিয়ে দিলেন, আজ না হোক কাল, এর শাস্তি পেতেই হবে বাংলার মুখ্যমন্ত্রীকে। ক্ষমতা পাওয়ার জন্য যে মৃত্যু লীলার খেলার মেতে উঠেছে রাজ্যের শাসকদলের কর্মীরা, তা যে গণতন্ত্রের পক্ষে সুখকর নয়, তা আরও একবার স্পষ্ট করলেন অধীর চৌধুরী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!