এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারিকে শোকজ করল কমিশন, নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ!

বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারিকে শোকজ করল কমিশন, নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনের অন্যতম অংশ হিসেবে আদর্শ আচরণবিধি লাগু হওয়ার পর সেভাবে কোনো রাজনৈতিক নেতা প্রতিশ্রুতি দিতে পারেন না। কিন্তু তা সত্ত্বেও ভোটের ময়দানে বিভিন্ন সময়ে প্রতিশ্রুতি দিতে দেখা গেছে শাসক থেকে বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের। যার ফলে কমিশনের কাছ থেকে অনেকেই শোকজ নোটিশ পেয়েছেন।

আর এবার নির্বাচনের পর বিজেপি জয়লাভ করলে সকলকে দলের তরফ থেকে অযোধ্যা ভ্রমণে নিয়ে যাওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়ে বিপাকে পড়লেন পাণ্ডবেশ্বর বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি। ইতিমধ্যেই এই বিজেপি প্রার্থীকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে শোকজ করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, এদিন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি বলেন, “বিগত পাঁচ বছর ধরে পাণ্ডবেশ্বর উন্নয়নে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। এখানে একজন রয়েছেন দিদির সৈনিক। যিনি বলছেন সবার ঠ্যাং ভেঙে দেবেন। পা ভেঙে দেবেন। যারা রামের নাম নেবেন, তাদের ঠ্যাং ভেঙে দেবেন। আমি বলি, নির্বাচনে জেতার পর পাণ্ডবেশ্বর যারা বয়স্ক মানুষ রয়েছেন, তাদের দলের তরফ থেকে অযোধ্যা নিয়ে যাব। রামলালা দর্শন করিয়ে আনব। চ্যালেঞ্জ করছি, একসময় পাণ্ডবেশ্বরের প্রতিটি গলি থেকে আওয়াজ আসবে জয় শ্রীরাম।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর বিজেপি প্রার্থীর মুখ থেকে এভাবে নির্বাচনের মরসুমে প্রতিশ্রুতি যথেষ্ট বেকায়দায় ফেলে দিয়েছে ভারতীয় জনতা পার্টিকে। আর সেই কারণেই নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে শোকজ করা হয়েছে এই বিজেপি প্রার্থীকে। পর্যবেক্ষকদের মতে, তৃণমূলের পক্ষ থেকেও নির্বাচনী জনসভায় বারবার মানুষকে নানা প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। যেখানে কমিশনের দ্বারস্থ হয়ে তৃণমূলের নানা নেতা-নেত্রীদের বিরুদ্ধে আদর্শ আচরণবিধি ভঙ্গ করার অভিযোগ উঠেছে।

আর এবার পাণ্ডবেশ্বরের বিজেপি প্রার্থী নির্বাচনে জয়লাভের পর বিধানসভা এলাকার সমস্ত মানুষকে অযোধ্যা ভ্রমণে নিয়ে যাওয়া হবে বলে রীতিমত বিড়ম্বনার মুখে পড়ে গেলেন। এখন কমিশনের পক্ষ থেকে জিতেন্দ্র তিওয়ারিকে শোকজ করার পর তিনি এই ব্যাপারে কি জবাবদিহি করেন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!