এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দুকে “বিশ্বাসঘাতক” বলে আক্রমণ অভিষেকের, জেনে নিন

নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দুকে “বিশ্বাসঘাতক” বলে আক্রমণ অভিষেকের, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূল থেকে বেরিয়ে বিজেপিতে যোগদান করার সাথে সাথেই শুভেন্দু অধিকারীকে বিশ্বাসঘাতক এবং মীরজাফর বলে আক্রমণ করতে শুরু করেছিল তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের একদম উপরতলার নেতা নেত্রীরা এই ভাষাতেই শুভেন্দুবাবু এবং তার পরিবারের যারা বিজেপিতে যোগ দিয়েছেন, তাদের আক্রমণ করতে শুরু করেছে।

নির্বাচনের ময়দানে সেই আক্রমণ ক্রমাগত বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। আর এই পরিস্থিতিতে এবার শুভেন্দু অধিকারীর গড় বলে পরিচিত নন্দীগ্রামে দাঁড়িয়ে থাকে ফের নাম না করে “বিশ্বাসঘাতক” বলে আক্রমণ করলেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আজ ভগবানপুরের পর নন্দীগ্রামে একটি সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকেই বিজেপি এবং শুভেন্দু অধিকারীকে নিজের মন্তব্যের মধ্যে দিয়ে আক্রমণ করেন তিনি।

অভিষেকবাবু বলেন, “নন্দীগ্রামের মানুষ বিশ্বাসঘাতকদের জবাব দেবে।” বলা বাহুল্য, এই নন্দীগ্রাম বিধানসভার লড়াই এবার হাইভোল্টেজ হয়ে দাঁড়িয়েছে। এখানে একদিকে তৃণমূলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যদিকে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। স্বাভাবিক ভাবেই লড়াই জমে উঠেছে। আর এই পরিস্থিতিতে সেই নন্দীগ্রামের সভা থেকে শুভেন্দু অধিকারীকে “বিশ্বাসঘাতক” বলে শোরগোল তুলে দিলেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকদের মতে, বারবার শুভেন্দু অধিকারীকে বিশ্বাসঘাতক বলে তৃণমূল শীর্ষ নেতৃত্ব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে, শুভেন্দু অধিকারী দলত্যাগ করে বিজেপিতে যোগ দিয়ে বিশ্বাসভঙ্গ করেছেন। এক্ষেত্রে শুভেন্দুবাবু বিজেপিতে যোগদান করার পর তার জেলা পূর্ব মেদিনীপুরে এসে বহু স্বাধীনতা সংগ্রামের কথা তুলে ধরে অধিকারী পরিবারের মেজো ছেলেকে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আর এবার শান্তিকুঞ্জের বড়কর্তা শিশির অধিকারী বিজেপিতে যোগদান করার পর সেই নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে আবার “বিশ্বাসঘাতক” বলে আক্রমণ করলেন অভিষেকবাবু। যা বর্তমান সময়ে রাজনৈতিক ভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পর এবার শুভেন্দু অধিকারী পক্ষ থেকে পাল্টা কোনো প্রতিক্রিয়া আসে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!