এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > নির্বাচনী সন্ত্রাসের কারণে শোচনীয় অবস্থা হবে রাজীব সিনহার! ভয়ঙ্কর দাবি হেভিওয়েটটের!

নির্বাচনী সন্ত্রাসের কারণে শোচনীয় অবস্থা হবে রাজীব সিনহার! ভয়ঙ্কর দাবি হেভিওয়েটটের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-নির্বাচনের নামে যে সন্ত্রাস হয়েছে পঞ্চায়েতে, তাতে কার্যত একমত সকলেই। বিরোধীরা প্রত্যেকেই এই ব্যাপারে রাজ্যকে কটাক্ষ করার পাশাপাশি আক্রমণ করছে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে। তাদের দাবি, এই ভদ্রলোকের জন্যেই আজ বাংলার এত মানুষের প্রাণ চলে গেল, তিনি শাসক দলের দলদাস হিসেবে এই নির্বাচনকে পরিচালনা করেছেন। আর এই পরিস্থিতিতে সেই নির্বাচন কমিশনারের বিষয়ে ভয়ংকর দাবি করলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তার মতে, কোমরে দড়ি পরিয়ে গ্রেফতার করা উচিত এই নির্বাচন কমিশনারকে।

প্রসঙ্গত, আজ সাংবাদিক বৈঠকে রাজ্য নির্বাচন কমিশনারকে তুলোধোনা করেন অধীর চৌধুরী। তিনি বলেন, “এই নির্বাচনের কোনো দাম নেই। কোমরে দড়ি পরিয়ে গ্রেপ্তার করা উচিত এই রাজ্য নির্বাচন কমিশনারকে।” তবে একজন সাংবিধানিক চেয়ারে থাকা ব্যক্তির উদ্দেশ্যে একজন সাংসদ যখন এই কথা বলছেন, তখন তা নিয়ে বিতর্ক হতেই পারে। তবে একটি নির্বাচনকে কেন্দ্র করে এতগুলো মানুষের মৃত্যুর পরেও সাংবিধানিক পদে থাকা যে ব্যক্তি চুপচাপ নীরবতা পালন করেন, নিজের দলের কর্মী খুন হওয়ার পর তার উদ্দেশ্যে একজন রাজনৈতিক নেতা এই ধরনের আক্রমণ শানাবেন, সেটাই স্বাভাবিক। অন্তত তেমনটাই মনে করছেন বিরোধীরা।

অনেকের প্রশ্ন, সত্যিই কি সুষ্ঠভাবে এবারের পঞ্চায়েত নির্বাচন করা যেত না! শান্তিপূর্ণভাবে নির্বাচন করলে দলমত নির্বিশেষে তো সকলের কাছেই প্রশংসিত হতে পারতেন রাজ্য নির্বাচন কমিশনার। কিন্তু তিনি প্রথম থেকেই শাসকদলের কথামতো চলতে শুরু করেছিলেন। বুঝিয়ে দিয়েছিলেন, শাসকের দয়াতেই তিনি এই চেয়ার পেয়েছেন। তাই তিনি সেই সরকারের কথা মতোই সব কাজ করবেন। যার ফলশ্রুতি হিসেবে একটি নির্বাচনকে কেন্দ্র করে একদিনে মারা গেলেন 16 জন মানুষ। তাই দিকে দিকে বিরোধী কর্মী খুন হওয়ার পর নিজেকে সামলে রাখতে না পেরে সেই নির্বাচন কমিশনারকে গ্রেপ্তারের দাবি তুলে রীতিমত অগ্নিশর্মা হয়ে উঠলেন অধীর চৌধুরী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!