এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পঞ্চায়েতে সন্ত্রাস ! লজ্জায় মাথা হেঁট তৃণমূল বিধায়কের ! জেরবার মমতা!

পঞ্চায়েতে সন্ত্রাস ! লজ্জায় মাথা হেঁট তৃণমূল বিধায়কের ! জেরবার মমতা!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস সকলেই দেখতে পাচ্ছে। সকলেই লক্ষ্য করেছে, একের পর এক মানুষের মৃত্যু। কিন্তু শুধুমাত্র তৃণমূল দেখতে পাচ্ছে না যে, রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস হয়েছে। তবে শাসকদলের সবাই যে চোখে কালো চশমা পড়ে রয়েছে, তা নয়। এবার রীতিমত পঞ্চায়েত নির্বাচন নিয়ে হাটে হাড়ি ভেঙ্গে দিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। ডেবরার তৃণমূল বিধায়কের অভিব্যক্তি, এই সন্ত্রাসের দৃশ্য দেখে তার লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে।

প্রসঙ্গত, এদিন পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস নিয়ে ডেবরার তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবীরকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই প্রাক্তন পুলিশ কর্তা বলেন, “আমার এই দৃশ্য দেখে লজ্জায় মাথা নত হয়ে যাচ্ছে। আমি অত্যন্ত ক্ষুব্ধ। আমার খুব খারাপ লাগছে।” এদিকে পঞ্চায়েত নির্বাচন নিয়ে যখন শাসক দল শান্তিপূর্ণ নির্বাচন বলে দাবি করছে, তখন তাদের দলেরই বিধায়কের এই মন্তব্য রীতিমতো অস্বস্তি তৈরি করেছে তৃণমূলের অন্দরে।

বিরোধীদের কটাক্ষ, এবার তৃণমূল কি বলবে! পঞ্চায়েত নির্বাচন নিয়ে তাদের এত বড় বড় কথা! এত বড় দাবি যে, নির্বাচনে সন্ত্রাসের ছিঁটেফোটাও নাকি হয়নি! হলেও চারপাশের জেলাতে ছোটখাটো অশান্তি হয়েছে, এতদিন এই সমস্ত দাবি করেছিল তৃণমূল। কিন্তু তাদের দলের বিধায়ক যখন এই কথা বলছে, তখন তৃণমূলের বলার মত জায়গা রয়েছে কি!

তবে অনেকে আবার বলছেন, এরপর তৃনমূল বলবে যে, বিধায়ক দল বিরোধী কথাবার্তা বলছেন। কিন্তু সত্যকে বেশিদিন ধামাচাঁপা দিয়ে রাখা যায় না। তাই তৃণমূল দলের মধ্যেও যারা অন্যায়কে সহ্য করতে পারছেন না, তারাই এই ধরনের কথা বলে ফেলছেন। যা নিঃসন্দেহে দলনেত্রী তথা মুখ্যমন্ত্রীর অস্বস্তি বাড়াবে বলেই দাবি বিরোধী শিবিরের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!