এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দলীয় অসন্তোষ সামলাতে তড়িঘড়ি বৈঠকে বসছেন কেন্দ্রীয় বিজেপি নেতা রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে, বাড়ছে চাপানউতোর

দলীয় অসন্তোষ সামলাতে তড়িঘড়ি বৈঠকে বসছেন কেন্দ্রীয় বিজেপি নেতা রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে, বাড়ছে চাপানউতোর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট কলকাতা পুরসভার নির্বাচনে গেরুয়া শিবিরের বড়োসড়ো হার ঘুম উড়িয়ে দিয়েছে বিজেপি নেতৃত্বের। আর তার জেরেই নতুন রাজ্য কমিটি তৈরি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু নতুন রাজ্য কমিটি তৈরি করেও অবস্থা সামাল দেওয়া গেলনা। বরং নতুন রাজ্য কমিটি তৈরি হওয়ার ফলে গেরুয়া শিবিরের অন্দরে শুরু হয়েছে তীব্র অসন্তোষ। একের পর এক নেতার বিক্ষুব্ধ হয়ে ওঠায় পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে চলেছে। আর তাই এবার বিদ্রোহ সামলাতে সংঘাতের আবহে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন বিজেপির সর্বভারতীয় নেতা বি এল সন্তোষ।

সূত্রের খবর, এই বৈঠকে জেলার সমস্ত বিজেপি সভাপতি, জেলা ইনচার্জ এবং সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতাদের উপস্থিত থাকার কথা বলা হয়েছে। এমনকি সাংসদদেরও এই বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। তবে সমস্যা দেখা দিয়েছে বিক্ষুব্ধ নেতাদের নিয়ে। তাঁরা এই বৈঠকে থাকবেন কিনা তা কোনোভাবেই স্পষ্ট করা যাচ্ছেনা। সোমবার নতুন রাজ্য কমিটির সম্মেলন এবং গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে এবং এই বৈঠকে  নেতৃত্ব দিতে চলেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সংগঠন সম্পাদক বি এল সন্তোষ। তবে গেরুয়া শিবিরের অন্দরের খবর, দলের অন্দরে যে অসন্তোষ তৈরি হয়েছে তা মেটাতে তড়িঘড়ি এই বৈঠকে বসছেন কেন্দ্রীয় নেতা।

অন্যদিকে জানা যাচ্ছে, এই বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী সহ বিজেপির শীর্ষ নেতারা। তবে এই বৈঠকে উপস্থিত থাকার ব্যাপারে যাকে বা যাদেরকে নিয়ে সংশয় দেখা দিচ্ছে, তাঁদের মধ্যে অন্যতম হলেন শান্তনু ঠাকুর। প্রসঙ্গত তিনি মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেন। সেক্ষেত্রে যেখানে মতুয়া সম্প্রদায়ের নেতারা জেলা কমিটিতে জায়গা পাননি বলে বিক্ষোভ প্রকাশ করেছেন, সেখানে শান্তনু ঠাকুর এই বৈঠকে উপস্থিত থাকবেন কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ থাকছে। হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়ও এই বৈঠকে থাকবেন কিনা তা কিন্তু নিশ্চিত নয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই বঙ্গ বিজেপির রাজ্য কমিটিতে পুরনো কর্মকর্তাদের জায়গা না হওয়া নিয়েই শুরু হয়েছে যাবতীয় সমস্যা। প্রতিবাদ করতে গিয়ে ইতিমধ্যেই মতুয়া সম্প্রদায়ের 5 বিধায়ক দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে দিয়েছেন। অন্যদিকে মতুয়াদের বঞ্চনা করা হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন ইতিমধ্যেই সাংসদ শান্তনু ঠাকুর। মতুয়া সম্প্রদায় 5 বিধায়কের পাশাপাশি রবিবার বাঁকুড়ার 5 বিধায়কও বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে গিয়েছেন।

পাশাপাশি বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছেন জলপাইগুড়ির বিজেপি নেতা ধরতিমোহন রায়। সব মিলিয়ে গেরুয়া শিবিরের পরিস্থিতি যে আরও খারাপ হচ্ছে তা বুঝতে বাকি নেই কারোর। এই পরিস্থিতিতে বি এল সন্তোষ যে বৈঠক ডেকেছেন তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত তিনি বিদ্রোহী নেতাদের প্রতি কি বার্তা দেন, সেদিকে যেমন নজর রাখা হচ্ছে, পাশাপাশি নতুন রাজ্য কমিটি নিয়ে যে অসন্তোষ তৈরি হয়েছে সেক্ষেত্রে কেন্দ্রীয় নেতা কি পদক্ষেপ গ্রহণ করেন সেদিকেও নজর থাকছে ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!