এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ‘স্বাস্থ্যসাথী’ কার্ড থাকতেও দুবাই কেন? মমতার বিড়াম্বনা বাড়িয়ে কটাক্ষ সুকান্তের!

‘স্বাস্থ্যসাথী’ কার্ড থাকতেও দুবাই কেন? মমতার বিড়াম্বনা বাড়িয়ে কটাক্ষ সুকান্তের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যের স্বাস্থ্যব্যবস্থা বর্তমানে আগের তুলনায় অনেক উন্নত এমনটাই দাবি করতে দেখা যায় রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে । যেখানে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার  আরো উন্নত করতে  বিভিন্ন পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার এবং সেই সাথে রাজ্যের মানুষের স্বার্থে  চিকিৎসা পরিষেবায় স্বাস্থসাথী কার্ড এর বাস্তবায়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে এবার রাজ্যে সেই স্বাস্থ্যসাথী কার্ড থাকা ও  উন্নত চিকিৎসা থাকা সত্ত্বেও কেন  চিকিৎসা করাতে তৃণমূল সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কে দুবাই যেতে হচ্ছে এ নিয়ে এদিন বিস্ফোরক মন্তব্য করেন রাজ্যের বিরোধী দল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।  এই দিন এই প্রসঙ্গে রাজ্যে স্বাস্থ্যপরিসেবা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যেখানে তিনি  রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশ্ন তুলে কটাক্ষ করেন ।

সূত্রের খবর আজ  শুক্রবার উত্তরবঙ্গে রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি বলে জানা যায় । আর এদিন বাগডোগরা বিমানবন্দরে নেমে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে তিনি বলেন, ”অভিষেক বন্দ্যোপাধ্যায় চিকিত্‍সার জন্য দুবাই যাচ্ছেন।আমরা ভেবেছিলাম,স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে পশ্চিমবঙ্গে চিকিত্‍সা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।”

প্রসঙ্গ উল্লেখ্য যে বিদেশে চিকিৎসা করতে যাওয়ার জন্য আবেদন জানালেও ইডি র তরফ থেকে খারিজ করে দেওয়াই বৃহস্পতিবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যদিও কোর্টে সবুজ সংকেত পান আভিষেক । আর এই নিয়ে তিনি কটাক্ষ করে আরো বলেন যে  ”এতেই বোঝা যায়,পশ্চিমবঙ্গের চিকিত্‍সা ব্যবস্থা ঠিক কেমন!”  সব মিলিয়ে এখন দেখার বিষয় আগামীতে গোটা পরিস্থিতি কোন দিকে গড়ায় সে দিকে নজর সকলের ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!