এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাংলায় মদের হোম ডেলিভারি নিয়ে সিদ্ধান্ত আজ? বাড়ছে জল্পনা

বাংলায় মদের হোম ডেলিভারি নিয়ে সিদ্ধান্ত আজ? বাড়ছে জল্পনা


করোনা ভাইরাসকে আটকানোর জন্য অনেকদিন ধরেই সরকারের নির্দেশ মোতাবেক সাধারন মানুষ গৃহবন্দী। তবে মদ্যপানের নেশায় যে সমস্ত মানুষ বিভোর, তাদের অসুবিধে প্রবল পরিমাণে গ্রাস করতে শুরু করে। আর এরই মাঝে বুধবার সেই সমস্ত মানুষদের মনে তৈরি হয় আশার আলো। যেখানে মদের হোম ডেলিভারি নিয়ে একটি খবর রটতে শুরু করে। একাংশ বলতে শুরু করেন, সরকারের তরফে বৈঠকে মদের ডেলিভারির ব্যাপারটি উঠে আসবে।

আর সেখানেই বাড়িতে বাড়িতে মদ পৌঁছে দেওয়া যায় কিনা, তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। আর এর পরেই বুধবার বিকেলে পুলিশের কাছ থেকে পাস নিয়ে মদের ডেলিভারির কাজ শুরু হবে বলে জানানো হয়। তার পরেই রীতিমত চাঞ্চল্য শুরু হয় রাজ্যজুড়ে। অনেকেই এই ঘটনায় তীব্র সমালোচনা করতে শুরু করেন। যেখানে সাধারন মানুষ সংকটে রয়েছে, সেখানে কেন সরকার এই ব্যাপারে ছাড় দিল, তার ব্যাপারে প্রশ্ন তুলতে শুরু করেন অনেকেই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যদিও বা মদের হোম ডেলিভারির বিষয়টি সম্পূর্ণরূপেই ভুয়ো বলে দাবি করল কলকাতা পুলিশ। এদিন এই প্রসঙ্গে কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা বলেন, “খবরটা একদম ঠিক নয়।” কিন্তু এই সময় তাহলে কে বা কারা এই গুজব ছড়াল, এখন তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। তবে আবগারি দফতরের সঙ্গে আলোচনার পরেই প্রশাসনিক স্তরে এই মদ বিক্রি নিয়ে একটি সিদ্ধান্ত নেওয়া হতে পারে আজ বলে জানা যাচ্ছে।

বিশ্লেষকেরা বলছেন, এমনিতেই বর্তমানে মানব সভ্যতার সংকট জনক অবস্থা। তার মধ্যে যদি মদের ক্ষেত্রে হোম ডেলিভারি করে দেওয়ার সিদ্ধান্ত সত্যিই নেওয়া হত, তাহলে সাধারন মানুষ ক্ষোভে ফুঁসতে শুরু করতেন। তবে প্রথমে এই ব্যাপারটি নিয়ে সাধারণ মানুষের মনে শঙ্কা তৈরি হলেও, পরবর্তীতে তা গুজব বলে দাবি করায় কিছুটা হলেও নিশ্চিন্ত জনতা জনার্দন। তবে এই ব্যাপারে সরকার ফের কোনো সিদ্ধান্ত গ্রহণ করে কিনা আজ, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!