এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ, রাজ্যভাগের দাবিকে সমর্থন, দেশদ্রোহিতার মামলা দায়ের এই নেতার বিরুদ্ধে

মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ, রাজ্যভাগের দাবিকে সমর্থন, দেশদ্রোহিতার মামলা দায়ের এই নেতার বিরুদ্ধে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মুখ্যমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ, উত্তরবঙ্গের দাবিতে সমর্থন সহ নানা ধরনের বিচ্ছিন্নতাবাদী বক্তব্য রাখার কারণে কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন বা কেএলও প্রধান জীবন সিংহের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করল পুলিশ। গত শনিবার বিকেলে মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের বিরুদ্ধে নানা বিরূপ মন্তব্য করে একটি ভিডিও প্রকাশ করেছে কেএলও। সেখানে বক্তব্য রেখেছেন কেএলও নেতা জীবন সিংহ। এরপরই তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

গোয়েন্দাদের হাতে আসা এই ভিডিওতে উত্তরবঙ্গের জন্য পৃথক রাজ্য গঠনের দাবি জানাতে দেখা গেছে কেএলও নেতা জীবন সিংহকে। তিনি জানিয়েছেন, উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করা হলে বহিরাগত সরকারের নির্যাতন থেকে উত্তরবঙ্গের মানুষের মুক্তি পাবেন। তিনি জানিয়েছেন, এই এলাকা কখনো বাংলার অংশ ছিল না, আলাদা রাষ্ট্র ছিল। পরে ভারত ভুক্তি চুক্তি অনুসারে কোচবিহার ভারতের অংশ হয়। সেই হিসেবে এটি গ শ্রেণীর রাজ্য হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এটি আলাদা রাজ্য হবে? নাকি কেন্দ্রশাসিত অঞ্চল হবে? তা ভারত সরকার ও কোচ-কামতা জনগণ ঠিক করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এতে হস্তক্ষেপের কোন অধিকার নেই। জন বার্লা আলাদা রাজ্য গঠনের উচিত কথা বলার জন্য মমতা সরকার ক্ষুব্ধ হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, প্রয়োজনে কোচ-কামতাপুরের লক্ষ লক্ষ বাসিন্দারা নিজেদের জীবন উৎসর্গ করবেন। কিন্তু এই মাটিকে বঙ্গ হিসেবে মেনে নেয়া হবে না। এই যুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় কেন যে কোনো অশুভ শক্তি তাদের পাশে দাঁড়ালে, ছারখার করে দেয়া হবে।

তবে, কেএলও নেতা জীবন সিংহ কোথায় রয়েছেন? তা এখনো জানা যায়নি। মনে করা হচ্ছে, উত্তর-পূর্ব ভারতের কোন রাজ্য থেকেই তিনি এই বার্তা দিয়েছেন। একটা সময় উত্তরবঙ্গ জুড়ে কেএলও জঙ্গি গোষ্ঠীর তৎপরতা থাকলেও ২০০৩ সালের অপারেশন ফ্লাস আউটের পর থেকে কেএলওর আধিপত্য হ্রাস পেয়েছে। মায়ানমার, বাংলাদেশে আশ্রয় দিতে দেখা গেছে বেশ কিছু কেএলও নেতাকে।

কিন্তু সম্প্রতি আবার উত্তরবঙ্গের নতুন করে ঘাঁটি করার চেষ্টা করছে কেএলও, যা গোয়েন্দাদের অনুমান। ইতিমধ্যে কেএলও নেতা জীবন সিংহ কোচবিহার জেলা তৃনমূল নেতা পার্থ প্রতিম রায়, বিনয় কৃষ্ণ বর্মনকে হত্যার হুমকি দিয়েছিলেন। গতকাল তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা অর্থাৎ ইউএপিএ ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। তার বিরুদ্ধের ইউএপিএ ধারা, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র সহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্কফোর্স।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!