এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মন্ত্রিত্ব ছাড়ার পর জনগণের উদ্দেশ্যে কী বার্তা দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়? জানুন বিস্তারিত

মন্ত্রিত্ব ছাড়ার পর জনগণের উদ্দেশ্যে কী বার্তা দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়? জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  আজ মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিলেন বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগপত্র পাঠালেন তিনি। সেইসঙ্গে রাজ্যপালকে পদত্যাগপত্র দিতে তিনি গিয়েছেন রাজভবনে। পদত্যাগ করার সিদ্ধান্ত নেবার পর জনগণের প্রতি তিনি এক বিশেষ বার্তা দিয়েছেন ফেসবুকে। যেখানে জনগণকে সম্বোধন করে তিনি জানিয়েছেন, ” প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভালই আছেন। আপনাদের জানাচ্ছি যে, আমি পশ্চিমবঙ্গ সরকারের বনমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিচ্ছি। ”

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই দলের বিরুদ্ধে একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছিলেন বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগেই ফেসবুক লাইভে দলের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছিল তাঁকে। যেখানে তিনি জানিয়েছিলেন যে, তিনি এখনো ধৈর্যচ্যুত হননি। কিন্তু কিছুটা হলেও মানুষের পাশ থেকে সরে গেছে দল। আজ আবার তিনি বিশেষ বার্তা দিলেন ফেসবুকে। যেখানে তিনি জানান, পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী পদ থেকে ইস্তফা দিচ্ছেন তিনি। বেশ কয়েক বছর ধরে তাঁর দায়িত্ব ও নিষ্ঠার সঙ্গে তাঁর কর্তব্য পালন করার চেষ্টা করে এসেছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সকলকে তিনি তাঁর বর্ধিত পরিবারের অংশ বলে মনে করেন। ফেসবুক বার্তায় তিনি জানালেন যে, জনগনের সমর্থন তাঁকে আরো বেশি করে কাজে অগ্রসর হতে, আরো ভালো পরিষেবা দিতে অনুপ্রাণিত করবে। এই প্লাটফর্মে এসে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করার ঘোষণা করছেন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা জানিয়ে দিয়েছেন। তিনি আশা করছেন যে, আগামী দিনে জনতার সমর্থনে যতটা সম্ভব ভালো পরিষেবা তিনি দিতে পারবেন। সেটাই তাঁর রাজনীতিতে থাকার কারণ।

তবে, মন্ত্রিত্ব ছেড়ে দিলেও এখনো পর্যন্ত দলের সাধারণ সদস্য পদ ও বিধায়ক পদ ছেড়ে দেননি রাজীব বন্দ্যোপাধ্যায়। তবে, তাঁর বিজেপিতে যোগদানের জল্পনা ক্রমশ বাড়ছে। তিনি বহুবার দলের বিরুদ্ধে সরব হয়েছিলেন। প্রথম তিনি দলের বিরুদ্ধে সরব হয়েছিলেন দক্ষিণ কলকাতার এক অরাজনৈতিক সভা থেকে। এরপর শ্রী রামকৃষ্ণের জন্মস্থান কামারপুকুরে গিয়ে ‘ যত মত তত পথ’ এর বাণীকে উদ্ধৃত করে তিনি এক বিশেষ ইঙ্গিতপূর্ণ বক্তব্য রেখেছিলেন। তারপর তাঁর আজকের এই পদক্ষেপ।

এ প্রসঙ্গে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য জানালেন যে, তৃণমূল কংগ্রেস থেকে অনেক নেতা, মন্ত্রী, বিধায়করা ইস্তফা দিচ্ছেন। সেটা বড় কথা নয়, তবে যেটা গুরুত্বপূর্ণ তা হল তৃণমূল কংগ্রেসের একাধিক তৃণমূল স্তরের নেতা দল ছেড়ে দিচ্ছেন। অধিকাংশই বুঝতে পারছেন যে, তৃণমূল আর ক্ষমতায় ফিরবে না। তৃণমূলের একাধিক নেতা ইতিপূর্বে প্রকাশ্যে নিজেদের ক্ষোভের কথা জানিয়েছেন ও দলের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ জানিয়েছেন।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!