এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > ‘২০২১-এর বিধানসভা নির্বাচনে বিজেপি বাংলায় সরকার গড়বে।’ – সামনে এলো বড়সড় দাবি, জেনে নিন বিস্তারিত !

‘২০২১-এর বিধানসভা নির্বাচনে বিজেপি বাংলায় সরকার গড়বে।’ – সামনে এলো বড়সড় দাবি, জেনে নিন বিস্তারিত !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিজেপি তৃণমূল দ্বন্দ্ব বর্তমান রাজনীতিতে অত্যন্ত সাবলীল ঘটনা হিসাবেই প্রতিভাত হচ্ছে, এমন শোনা যাচ্ছে রাজনীতিবিদদের কথায়। বিগত তৃণমূল বিজেপি দ্বন্দ্বে বিজেপিকে তৃণমূলের অত্যাচার নিয়ে সরব হতে দেখা গিয়েছিল অনেককে। সেইসঙ্গে একুশের ভোটে রাজ্যের সরকার পাল্টাবে কিনা সেই নিয়ম জল্পনা চলতে থাকে জোর কদমে। বস্তুত বিধানসভা নির্বাচনে বাংলা জয় বিজেপি সরকারের মাছের চোখ। আর অন্যদিকে বিজেপিকে হটানোই তৃণমূলের লক্ষ্য বলে মনে করছেন অনেকে। তবে এমন পরিস্থিতিতে ২০২১ এর বিধানসভা নির্বাচনে বিজেপি বাংলায় সরকার গড়বে এহেন মন্তব্যে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

তৃণমূলকে নিয়ে বারবারই কটাক্ষ করতে দেখা গেছে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে। নবান্ন অভিযান থেকে শুরু করে বিজেপি কর্মী সমর্থকদের উপর পুলিশী অত্যাচারকে তিনি নানাভাবে সমালোচনা করেছেন। সে বিষয়ে শাসক দলকে কটাক্ষ করতে তাঁকে সম্প্রতি বলতে শোনা গেছে যে, তৃণমূল বিদায়ের আগে মরণকামড় দিচ্ছে। বস্তুত রবিবার এক ঝাঁক বিজেপি নেত্রী শিলিগুড়িকে কেন্দ্র করে উত্তরবঙ্গে দলের ক্ষমতা বৃদ্ধি এবং সাংগঠনিক কাজকর্ম গোছাতে দলীয় বৈঠক করেন বলে জানা যায়। আর সেই বৈঠকেই সাংসদ লকেট চট্টোপাধ্যায় এমন দাবি করেছেন বলেই জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুধু তাই নয়, তাঁর কথায়, বড় ভূমিকম্পের আগে যেমন ঝড় বৃষ্টি বা থমথমে আপাত শান্ত আবহাওয়া থাকে, বিজেপির নবান্ন অভিযান আসলে সেই ভূমিকম্পেরই পূর্বাভাস বলে জানিয়েছেন তিনি। তাই ২০২১-এর বিধানসভা নির্বাচনে বিজেপিই বাংলায় সরকার গড়বে বলে দাবি জানিয়েছেন তিনি। এদিন বৈঠকে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলতে শোনা গেছে, হাথরসের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী পথে নেমেছেন। অথচ রাজগঞ্জ-সহ বিভিন্ন জায়গায় ধর্ষণের ঘটনা ঘটছে। কিন্তু এখানে মুখ্যমন্ত্রী মিছিল করছেন না। বস্তুত নিজের রাজ্য ছেড়ে তিনি অন্য রাজ্য নিয়ে রাজনীতি করছেন বলেই দাবি করতে দেখা গেছে তাঁকে।

তাঁর কথায়, বাংলার মানুষ বিজেপিকে চায়। আগামীদিনে বাংলায় তাই বিজেপিই আসবে বলে আশ্বস্ত করেছেন তিনি। সেই সঙ্গে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসুকে বলেতে শোনা গেছে যে, বর্তমানে তৃণমূলের অস্তিত্ব বিপন্ন। তৃণমূল তাই শুধু রাজনীতি করছে। নবান্ন অভিযানের এই ঘটনাকে তাই অত্যন্ত লজ্জাজনক বলেই তিনি সম্মোধন করেছেন।এছাড়াও পর্যটনমন্ত্রী গৌতম দেবকে কটাক্ষ করে তিনি বলেন যে, গৌতম দেব নিজের বিধানসভা ক্ষেত্রে ৮০ হাজার ভোটে হরেছেন, তবুও তিনি রাজনীতি করছেন। তাঁর কথার কোনও অর্থ নেই।

বস্তুত, শিলিগুড়িতে হিলকার্ট রোডে জয়মনি ভবনে এদিন বিজেপি কার্যালয়ের এই বৈঠকে আসন্ন নির্বাচনগুলিতে বিশেষ করে বিধানসভায় দলের রণনীতি কী হবে তা নিয়ে আলোচনা সভা বলেছিল বলে জানা যায়। এদিনের বৈঠকে বিজেপির কেন্দ্রীয় কমিটির সম্পাদক অরবিন্দ মেনন, বিজেপির সর্বভারতীয় সহ সম্পাদক শিব প্রকাশ, জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়, সাংসদ সুকান্ত মজুমদার, সাংসদ নিশীথ প্রামাণিক, সাংসদ জন বারলা-সহ অন্যান্য বিজেপি নেতা-নেত্রীদের উপস্থিত থাকতে দেখা গেছে। সেই সঙ্গে আগামী ১৭ই অক্টোবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একদিনের সফরে উত্তরবঙ্গে আসছেন বলেও তথ্য সূত্রে জানা গিয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!