এবার দক্ষিণ ২৪ পরগণায় তৃণমূলের বড় ভাঙ্গন ধরাতে চলেছে মুকুল রাজ্য December 19, 2017 মুকুল রায় বিজেপিতে যোগ দেবার পর থেকেই তৃণমূলে ভাঙ্গন অব্যাহত। কয়েকদিন আগেই পাঁশকুড়া পুরসভার চেয়ারম্যান আনিসুর রহমান মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দেন। তার পর একদা মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ট দীপক ঘোষ ও এখন বিজেপিতে। একটি ওয়েব পোর্টালের খবর অনুযায়ী এবার মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ ও দক্ষিণ ২৪ পরগণা জেলার সাধারণ সম্পাদক গৌর সরকার মুকুলবাবুর হাত ধরে বিজেপিতে যোগ দিতে চলেছেন। সামনের সপ্তাহেই তিনি বিজেপিতে যোগ দিতে চলেছেন। ওই ওয়েব পোর্টালের দাবি অনুযায়ী গৌর সরকারের সঙ্গে মতবিরোধ চলছে স্থানীয় বিধায়ক বিশ্বনাথ দাশ ও সাংসদ প্রতিমা মণ্ডলের।বিবাদ মেটানোর চেষ্টা হলেও তাতে লাভ হয়নি। তাছাড়া গৌর বাবুর সঙ্গে মুকুলবাবুর ঘনিষ্ঠতা অনেক দিনের।তবে যদি ওই পোর্টালের খবর সত্যি হয় তবে নিঃসন্দেহে বড় ভাঙ্গন এটা। যা সামনের পঞ্চায়েত নির্বাচন তৃণমূলকে একটা বড় চ্যালেঞ্জের মুখে দাঁড় করতে পারে।যদিও এই খবরের সত্যতা বা সূত্র সম্পর্কে ওই ওয়েব পোর্টালে কিছু লেখা নেই, প্রিয়বন্ধু বাংলার তরফেও এই খবরের সত্যতা যাচাই করে দেখা সম্ভব হয় নি। এই প্রবন্ধ সম্পূর্ণরূপে ওই পোর্টালে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে করা, কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়। আপনার মতামত জানান -