এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > লকডাউন কি বাড়তে পারে আরও ৪ সপ্তাহ? খোদ মুখ্যমন্ত্রীর কথায় বাড়ল জল্পনা

লকডাউন কি বাড়তে পারে আরও ৪ সপ্তাহ? খোদ মুখ্যমন্ত্রীর কথায় বাড়ল জল্পনা


“থাকব নাকো বদ্ধ ঘরে, দেখব এবার জগৎটাকে।” ছোটবেলায় কবিতায় পড়া এই দুটো লাইন এখন গৃহবন্দী মানুষকে বারে বারেই আওড়াতে দেখা যাচ্ছে। যার প্রধান কারণ, করোনা ভাইরাসের জন্য টানা 21 দিন দেশ লকডাউন হওয়া। আগামী 14 এপ্রিল এই লকডাউনের মেয়াদ শেষ হবে। প্রত্যেকেই আশাবাদী যে, 14 এপ্রিলের পর আর লকডাউন বাড়বে না। বিশেষত বাংলার মানুষ এতদিন সেই আশাতেই দিন গুনছিলেন।

কিন্তু পরিস্থিতি সেরকম নেই। লকডাউন যদি বৃদ্ধি না পায়, তাহলে করোনা ভাইরাসের দাপট চরম আকার নিতে পারে। তবে রাজ্য এবং কেন্দ্রের শাসকবর্গেরা এই লকডাউন বৃদ্ধির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। কিন্তু লকডাউন যে বাংলায় বাড়বে, তার ইঙ্গিত পাওয়া গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। সূত্রের খবর, বুধবার নবান্নে একটি সাংবাদিক বৈঠক করেন পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান।

আর তারপরেই লকডাউন প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, “24 মার্চ থেকে 49 দিন হচ্ছে 19 মে পর্যন্ত। এই সময়টা ভালো করে সাবধানে কাটিয়ে দিতে পারলে অনেকটা বিপদ কেটে যাবে।” আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পরেই শুরু হয়েছে জল্পনা। অনেকে বলছেন, রাজ্যের প্রশাসনিক প্রধান যখন বিপদ কাটার জন্য সম্ভাব্য তারিখ বলে দিলেন, তখন এক প্রকার নিশ্চিত যে, 14 এপ্রিলের পর লকডাউনের মেয়াদ পশ্চিমবঙ্গেও বাড়তে চলেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যেই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সেখানে লকডাউনের মেয়াদ বাড়ানোর ব্যাপারে জানিয়ে দিয়েছে। তবে লকডাউন বৃদ্ধির ব্যাপারে সাধারণ মানুষের অসুবিধের কথা তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমাকে সুদীপ বন্দ্যোপাধ্যায় বললেন, সর্বদল বৈঠকে নাকি প্রধানমন্ত্রী লকডাউন বাড়ানোর ব্যাপারে বলেছেন। কিন্তু যতক্ষণ না কেন্দ্রের তরফে সরকারিভাবে আমাদের কিছু বলছে, ততক্ষণ এই ব্যাপারে আমরা কিছু বলব না।”

তিনি আরও বলেন, “আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি। লকডাউন বাড়ানো হলে মানুষের অসুবিধা হবে। এখনও মানুষের অসুবিধে হচ্ছে। লকডাউন বাড়ানো হলেও যেন আমরা মানবিকভাবে তা দেখি। কড়াকড়ি করব, কিন্তু বাড়াবাড়ি যেন না করি।” অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলে সাধারণ মানুষের অসুবিধা হবে সে কথা স্বীকার করে নিলেও, বোঝানোর চেষ্টা করলেন, করোনা ভাইরাস কমাতে গেলে লকডাউন করা অত্যন্ত জরুরি।

তবে অত্যাধিক কড়াকড়ি যাতে না হয় এবং সাধারন মানুষ যাতে তাদের পরিষেবা পান, তার ব্যাপারেও এদিন বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বাংলা তথা সারা ভারতবর্ষে 14 এপ্রিলের পর লকডাউন বাড়বে কিনা, তা আগামী শনিবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের পরেই স্পষ্ট হয়ে যাবে বলে মত বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!