এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দুকেও এবার মুকুলের সঙ্গে একাসনে বসিয়ে একের পর এক পোস্ট সোশ্যাল মিডিয়ায়, জোর শোরগোল

শুভেন্দুকেও এবার মুকুলের সঙ্গে একাসনে বসিয়ে একের পর এক পোস্ট সোশ্যাল মিডিয়ায়, জোর শোরগোল


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রায় বেশ কয়েক বছর আগে তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড মুকুল রায় যোগদান করেছিলেন ভারতীয় জনতা পার্টিতে। আর মুকুল রায় যখন বিজেপিতে যোগদান করেছিলেন, তখন তাকে “মীরজাফর” বলে কটাক্ষ করা শুরু করেছিল তৃণমূল কংগ্রেস। পরবর্তীতে সেই মুকুল রায়ের হাত ধরে তৃণমূলের অনেক গুরুত্বপূর্ণ জনপ্রতিনিধি বিজেপিতে যোগদান করলেও সেই একই শব্দ প্রয়োগ করতে দেখা যায় শাসক দলকে।

স্বাভাবিক ভাবেই বর্তমানে বঙ্গ রাজনীতিতে তৃণমূলের গুরুত্বপূর্ণ নেতা তথা নন্দীগ্রামে তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনা তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছে। মন্ত্রীপদ ত্যাগ করার পর শুভেন্দু অধিকারী খুব তাড়াতাড়ি দলত্যাগ করতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে বাংলার রাজনৈতিক মহলে। তবে এখনও পর্যন্ত এই ব্যাপারে কিছুই বলেননি সেই শুভেন্দু অধিকারী‌‌। আর তার মাঝেই এবার সোশ্যাল মিডিয়ায় সেই মুকুল রায়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর ছবি একসাথে জড়িয়ে “মীরজাফর” বলে পোস্ট করতে শুরু করেছে একাংশ।

যার ফলে অনেকে বলছেন, তৃণমূলের অনেক সৈনিকরা সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করে দেওয়ায় শুভেন্দু অধিকারীর সঙ্গে দলের দূরত্ব আরও বৃদ্ধি পেতে শুরু করল। এখনও পর্যন্ত শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি। সেক্ষেত্রে তিনি দলত্যাগ করার আগেই কেন তাকে মীরজাফর বলে তার সঙ্গে বিজেপি নেতা মুকুল রায়ের ছবি জুড়ে দেওয়া হল, তা নিয়ে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে প্রশ্ন। এমনকি শুভেন্দুবাবুর অনুগামীরাও এই ব্যাপারে প্রশ্ন তুলতে শুরু করেছেন।

বলা বাহুল্য, তৃণমূলে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব না পাওয়ার পর থেকেই দলের সঙ্গে ক্রমাগত দূরত্ব বৃদ্ধি পেয়েছে এই শুভেন্দু অধিকারীর। বিভিন্ন অরাজনৈতিক সভা করে তার অনুগামীরা বিভিন্ন জায়গায় তার নাম এবং ছবি দিয়ে পোস্টার টাঙ্গাতে শুরু করেছেন। যেখানে দল তৃণমূল কংগ্রেস নেত্রী বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না।

স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনা যখন চড়তে শুরু করেছিল, তখন তিনি মন্ত্রী পদ থেকে ইস্তফা পর্যন্ত দিয়ে দেন। খুব তাড়াতাড়ি তিনি সাংবাদিক বৈঠক করে তার রাজনৈতিক অবস্থান স্পষ্ট করবেন বলে জানা যাচ্ছে। তৃণমূলের একাংশ কার্যত নিশ্চিত, দলের সঙ্গে যেভাবে শুভেন্দু অধিকারী দূরত্ব বাড়তে শুরু করেছে, তাতে তিনি আর দলে থাকবেন না।

সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী যদি তৃণমূল কংগ্রেস ত্যাগ করেন, তাহলে তিনি বিজেপিতে নাম লেখাবেন, নাকি নতুন করে টিম গঠন করবেন, তা নিয়ে জল্পনা ক্রমশ ঊর্ধ্বমুখী। আর এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী যখন কার্যত নীরব, তখন তাকে আরও চাপে ফেলে দিয়ে তার সঙ্গে বিজেপি নেতা মুকুল রায়ের ছবি জুড়ে দিয়ে পরোক্ষে সেই শুভেন্দু অধিকারীকে “মীরজাফর” বলে তৃণমূলের একাংশ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে শুরু করল বলে দাবি করছেন বিশেষজ্ঞরা।

যার ফলে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ কার্যত নিশ্চিত হয়ে গিয়েছেন যে, তৃণমূলের একাংশ এই পোস্ট করতে শুরু করেছেন। আর এই পোস্টের পেছন তৃণমূল শীর্ষ নেতৃত্বের ইঙ্গিত না থাকলে তৃণমূলের এত বড় নেতা সম্পর্কে তৃণমূলের কর্মীরা এই পোস্ট করতে পারেন না বলেই দাবি করছেন একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারী এখনও পর্যন্ত তার রাজনৈতিক অবস্থান না জানালেও, তৃণমূলের একাংশ এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় করতে শুরু করায় অনেকেই তাজ্জব হয়ে গিয়েছেন। একাংশ বলতে শুরু করেছেন, তৃণমূল নেতৃত্ব এই রকম পোস্ট সোশ্যাল মিডিয়ায় করে শুভেন্দু অধিকারীর সঙ্গে দূরত্বকে আরো তীব্র করে তুলল।

যেভাবে মুকুল রায়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর ছবি জুড়ে দিয়ে তাকে “মীরজাফর” বলে কটাক্ষ করা হল, তাতে শুভেন্দু অধিকারী কোন দলে যাবেন এই প্রশ্ন তৈরি হলেও, তিনি যে আর তৃণমূল কংগ্রেসে থাকবেন না, সেই বিষয়টি কার্যত নিশ্চিত রাজনৈতিক মহলের কাছে। তবে এখনও পর্যন্ত শুভেন্দুবাবু তার রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেননি।

বর্তমানে তিনি তৃণমূলের জনপ্রতিনিধি এবং দলের নীতি নির্ধারণ কমিটির সদস্য। তাই যতক্ষণ পর্যন্ত তিনি দলে আছেন, ততক্ষণ তার সম্পর্কে এই ধরনের মন্তব্য করা কার্যত অনুচিত বলে দাবি করছেন তার অনুগামীরা। কিন্তু তা সত্ত্বেও সোশ্যাল মিডিয়ায় এই ধরনের পোস্ট নতুন করে বিতর্ক তৈরি করল। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!