এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > ফের একবার বিজেপির পার্টি অফিসে বোমাবাজি ও ভাঙচুরের অভিযোগ উঠল

ফের একবার বিজেপির পার্টি অফিসে বোমাবাজি ও ভাঙচুরের অভিযোগ উঠল


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের আগে যত দিন যাচ্ছে, ততই অশান্তি বাড়তে শুরু করেছে রাজ্যে। বিভিন্ন জায়গায় তৃণমূলের পক্ষ থেকে বিজেপির ওপর হামলা করা হচ্ছে বলে অভিযোগ তুলছে গেরুয়া শিবির। আর এবার আবারও বিজেপির পার্টি অফিসে বোমাবাজি এবং ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে উত্তর 24 পরগনা নৈহাটি এলাকায়।

প্রসঙ্গত উল্লেখ্য, নৈহাটির গরিফা এলাকায় বিজেপির একটি পার্টি অফিসে হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির দাবি, এই কার্যালয়ে তিনবার হামলা চালানো হল। একইভাবে নৈহাটির মালঞ্চ আরেকটি পার্টি অফিসে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে ভারতীয় জনতা পার্টি। শুধু তাই নয়, তাদের কর্মী গণেশ ঘোষের বাড়িতে বোমাবাজির করা হয়েছে বলেও সরব হয়েছে গেরুয়া শিবির। যার জেরে এখন ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে।

প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে বিভিন্ন জায়গায় তৃণমূল এবং বিজেপির মধ্যে রাজনৈতিক সংঘর্ষ চরম আকার ধারণ করছে। এলাকা থেকে এলাকায় পার্টি অফিস দখল থেকে শুরু করে রাজনৈতিক প্রতিপত্তি বৃদ্ধি, দুই রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষ এখন কার্যত নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আর বিধানসভা নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই এই সংঘর্ষ বাড়তে শুরু করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যার ফলে বিভিন্ন এলাকা অশান্ত হতে দেখা যাচ্ছে। গত লোকসভা নির্বাচনের পরবর্তী সময় কালে উত্তর 24 পরগনার বিভিন্ন এলাকা থেকে রাজনৈতিক সংঘর্ষে রণক্ষেত্রের আকার নিতে দেখা যায়। আর এবার বিধানসভা নির্বাচনের আগের বিজেপির দলীয় কার্যালয় ভাংচুরের অভিযোগে তৃণমূলের বিরুদ্ধে সরব হল ভারতীয় জনতা।

এদিন এই প্রসঙ্গে বিজেপির ব্যারাকপুর লিগাল সেলের কনভেনার সোমনাথ মন্ডল বলেন, “এই এলাকায় বিজেপি সংগঠন বাড়ছে। তাই তৃণমূলের মাথা খারাপ হয়ে গিয়েছে। সেই কারণে বোমা মেরে হামলা চালিয়ে সবার মনে ভয় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে তারা।” অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে অবশ্য এই অভিযোগকে সম্পূর্ণরূপে অস্বীকার করা হয়েছে। এদিন এই প্রসঙ্গে শাসক দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এই ঘটনা ঘটেছে। এর সঙ্গে কোনোভাবেই তৃনমূল কংগ্রেস জড়িত নয়।

কিন্তু বিভিন্ন জায়গায় যেভাবে দুই রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষ হতে দেখা যাচ্ছে, তাতে অবিলম্বে যদি পরিস্থিতি শান্ত না হয়, তাহলে আইন-শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাই সকলেই পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছে, অবিলম্বে দুই রাজনৈতিক দলকেই সংঘর্ষ থেকে সরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হোক। সব মিলিয়ে এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!