এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বাড়ল মমতার চিন্তা শুভেন্দুর পর ‘অরাজনৈতিক’ কর্মসূচী থেকে ‘বিদ্রোহী’ হয়ে ওঠার ইঙ্গিত রাজীবের?

বাড়ল মমতার চিন্তা শুভেন্দুর পর ‘অরাজনৈতিক’ কর্মসূচী থেকে ‘বিদ্রোহী’ হয়ে ওঠার ইঙ্গিত রাজীবের?


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূলের শীর্ষস্তরের নেতা তথা যারা দক্ষ সংগঠক হিসেবে পরিচিত, এক কালে মমতা বন্দ্যোপাধ্যায় যাদের উপর ভরসা করতেন, সেই তারাই এখন একের পর এক দলের বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করতে শুরু করেছেন। এমনিতেই শুভেন্দু অধিকারীকে নিয়ে চিন্তার শেষ নেই। আর তার মাঝেই এবার স্তাবকতা নিয়ে মুখ খুলে তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দিলেন রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। যার জেরে গোটা রাজ্য জুড়ে ব্যাপক জল্পনা ছড়িয়ে পড়েছে।

সূত্রের খবর, শনিবার হরিদেবপুর এলাকায় একটি বস্ত্র বিতরণ কর্মসূচিতে যোগদান তৃণমূল কংগ্রেসের এই হেভিওয়েট মন্ত্রী। আর সেখানেই বেশকিছু বিস্ফোরক মন্তব্য করতে দেখা যায় তাঁকে। রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, “যারা দুর্নীতিগ্রস্ত, তারা স্তাবক বলে সামনের সারিতে। যখন মানুষ ভালো কাজ করতে আসে, তখন পিছন থেকে টেনে ধরে। যারা ঠাণ্ডা ঘরে বসে থাকে, তারাই এখন নেতৃত্বের সামনের সারিতে।” আর হঠাৎ করে কেন রাজীব বন্দ্যোপাধ্যায় এই ধরনের মন্তব্য করলেন, এখন তা নিয়ে ব্যাপক প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

তাহলে কি শুভেন্দু অধিকারীর মত এখন দলের বিরুদ্ধে বিদ্রোহের রাস্তা বেছে নিচ্ছেন রাজ্যের বনমন্ত্রী! এদিকে এদিন শুভেন্দু অধিকারী দল ছাড়লে দলের ক্ষতি হবে বলেও জানিয়ে দেন রাজীব বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ এক প্রকার স্পষ্ট যে, দলের দুর্নীতিগ্রস্ত সামনের সারিতে আছে বলে তিনি অত্যন্ত ক্ষুব্ধ। স্বাভাবিকভাবেই দলের গঠনতন্ত্র নিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায় এই ধরনের মন্তব্য করায় সামনের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল নেতৃত্ব যে ব্যাপকভাবে সমস্যার মুখে পড়তে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না।

একাংশ বলছেন, শুভেন্দু অধিকারীর সঙ্গে যখন তৃণমূলের দূরত্ব তৈরি হয়েছিল, তখন শুভেন্দু অধিকারী নানা অরাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে শুরু করেছিলেন। এমনকি সেই অরাজনৈতিক কর্মসূচি থেকে নানা ইঙ্গিতপূর্ণ বক্তব্য রাখতে দেখা গিয়েছিল তাকে। এবার কি তার পথেই হাঁটতে শুরু করেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়! এদিন তিনিও একটি অরাজনৈতিক কর্মসূচি থেকেই বেশ কিছু বিষয় নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন। যার ফলে একাংশ বলেছেন, তৃণমূলের অনেকেই এখন সুযোগ পেলেই দলের নানা বিষয় নিয়ে প্রকাশ্যে সরব হতে শুরু করেছেন।

রাজনৈতিক মঞ্চ থেকে তারা এই বিষয়ে সরব হলে দলের চক্ষুশূল হতে পারেন। আর তাই এতদিন শুভেন্দু অধিকারী যেভাবে অরাজনৈতিক মঞ্চ থেকে ইঙ্গিতপূর্ণ বার্তা দিচ্ছিলেন, এবার সেই একই পথে হেটে বস্ত্র বিতরণের অরাজনৈতিক মঞ্চ থেকে দলের বেশ কিছু বিষয় নিয়ে সরব হতে দেখা গেল রাজীব বন্দ্যোপাধ্যায়কে। বলা বাহুল্য, শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের অত্যন্ত গুরুত্বপূর্ণ শীর্ষ নেতা। তিনি যদি দলত্যাগ করেন তাহলে তার পথ ধরে অনেকেই তৃণমূল কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আর তার মাঝেই এবার রাজীব বন্দ্যোপাধ্যায়ের মত স্বচ্ছ মুখ বলে পরিচিত রাজ্যের মন্ত্রী যেভাবে দলের বিরুদ্ধে নাম না করে প্রকাশ্য মঞ্চ থেকে সরব হলেন, তাতে তিনিও সেই শুভেন্দু অধিকারীর মত ধীরে ধীরে দলের সঙ্গে দূরত্ব বাড়াতে পারেন বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আর এই সমস্ত কিছু সমীকরণ বিধানসভা নির্বাচনের আগে দ্রুত থেকে দ্রুততর তৃণমূলের সম্মুখীন হওয়ায় কার্যত অস্বস্তি বাড়ছে ঘাসফুল শিবিরের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেন রাজীব বন্দ্যোপাধ্যায় এই রকম মন্তব্য করলেন? এদিন এই প্রসঙ্গে কলকাতা পৌরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “ভালোভাবে কাজ করছে আমাদের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। ঘুরে ঘুরে কাজ করছে। রাজীব আমার ছোট ভাই। আসলে থাকতে থাকতে ডিপ্রেশন আসে। কোথাও কোনো শূন্যতা নেই। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলের মাথার উপর রয়েছেন।” আর এখানেই প্রশ্ন, যিনি এত বড় দায়িত্বে রয়েছেন, যিনি মন্ত্রী, তার হতাশার কারণ কি! তাহলে দলের ভেতরে এমন কিছু হয়েছে যে কথা রাজীব বন্দ্যোপাধ্যায় এই অরাজনৈতিক সভা থেকে তুলে ধরার চেষ্টা করলেন।

তিনি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন যে, দলে দুর্নীতিগ্রস্তরা সামনের সারিতে রয়েছে। আর তাই তিনি যে সেই ব্যাপারে চরমভাবে ক্ষিপ্ত, তা অরাজনৈতিক মঞ্চ থেকে তার বক্তব্যের মধ্য দিয়েই কার্যত স্পষ্ট হয়ে গেল বলে মণ বিশেষজ্ঞদের। স্বাভাবিকভাবেই রাজীব বন্দ্যোপাধ্যায় যেভাবে মুখ খোলা শুরু করলেন, তাতে শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনার মাঝেই আবার নতুন করে তৃণমূলের রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অস্বস্তি মাথাচাড়া দিল বলেই মত বিশেষজ্ঞদের। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!