এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কলকাতায় মাত্র ১০ দিনে ৩ গুন হল আক্রান্ত এলাকার সংখ্যা! সামনে আরও আতঙ্কের দিন?

কলকাতায় মাত্র ১০ দিনে ৩ গুন হল আক্রান্ত এলাকার সংখ্যা! সামনে আরও আতঙ্কের দিন?


রাজ্যজুড়ে করোনা পরিস্থিতির হাল ক্রমাগত বেসামাল হয়ে পড়ছে বলে খবর। রাজ্যের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই করোনা পরিস্থিতি রীতিমত উদ্বেগজনক জায়গায় পৌঁছে গেছে বলে খবর। অন্যদিকে, রাজ্যের মানুষের আতঙ্ক ক্রমশঃ চরম সীমা ছুঁতে চলেছে বলে দাবী অনেকের। এরইমধ্যে আনলক ওয়ান ঘোষণার সাথে সাথে রাস্তায় নেমেছে জনসাধারণের ঢল। প্রত্যেকেই অফিস কাছারি যাওয়ার জন্য বাড়ি থেকে বের হচ্ছেন। এর অন্যতম কারণ হিসেবে ধরা হচ্ছে, প্রশাসনের তরফে 100% হাজির হওয়ার নির্দেশনামা জারি।

এই অবস্থায় করোনার সংক্রমণ যে আরো বাড়বে তা নিয়ে বিশেষজ্ঞদের কোন সন্দেহই নেই বলে জানা গেছে। এবং বিশেষজ্ঞদের সন্দেহকেই সত্য প্রমাণ করার জন্য রাজ্যজুড়ে বর্তমানে করোনা সংক্রমণ হু হু করে বাড়ছে। পাল্লা দিয়ে কনটেইনমেন্ট জোনের সংখ্যাও বেড়ে চলেছে বলে খবর। সরকারি তথ্য অনুযায়ী মাত্র 10 দিনের মধ্যেই রাজ্যে দ্বিগুণ হয়েছে কনটেইনমেন্ট জোনের সংখ্যা। ওদিকে কলকাতাতেও কনটেইনমেন্ট জোনের সংখ্যা এই কদিনের মধ্যে তিনগুণ বেড়েছে বলে জানা গেছে।

তবে ওয়াকিবহাল মহলের মতে, সংক্রমণ বেড়ে চলার জন্য কনটেইনমেন্ট জোনের সংখ্যা যে বৃদ্ধি পেয়েছে তা নয়, এর মধ্যে কলকাতা পুরসভার নীতিগত সিদ্ধান্তও যথেষ্ট দায়ী। অন্যদিকে স্বাস্থ্য দপ্তরের দেওয়া সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, এই জুন মাসের শুরুতে পশ্চিমবঙ্গে মোট কনটেইনমেন্ট জোনের সংখ্যা ছিল 844, যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে 1806। 10 দিনে কনটেইনমেন্ট জোনের সংখ্যা বেড়ে হয়েছে দ্বিগুণ। অন্যদিকে রাজ্যের মোট কনটেইনমেন্ট জোনের প্রায় 60 শতাংশই কলকাতায় দেখা যাচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, কলকাতায় জুনের প্রথম দশ দিনে কনটেইনমেন্ট জোনের সংখ্যা বেড়ে গিয়েছে প্রায় তিনগুণ। 351 থেকে বেড়ে আপাতত কলকাতায় কনটেইনমেন্ট জোনের সংখ্যা হয়েছে 1009 টি। একইসঙ্গে উদ্বেগের খবর হচ্ছে, রাজ্যের অন্যান্য জেলাতেও কনটেইনমেন্ট জোনের সংখ্যা দ্রুত হারে বেড়ে চলেছে। রাজ্যের রেড জোনে থাকা উত্তর 24 পরগনায় কনটেইনমেন্ট জোনের সংখ্যা বর্তমানে 144 থেকে বেড়ে 219 হয়েছে বলে জানা যাচ্ছে। এমনকি যেসব রাজ্যগুলি এতদিন পর্যন্ত গ্রীন জোনে ছিল, তারাও এবার কনটেইনমেন্ট তালিকাভুক্ত হয়েছে বলে জানা যাচ্ছে।

যেমন পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়াতেও করোনার মারণগ্রাস দেখা যাচ্ছে বলে খবর। তবে যেটা সবথেকে বড় দুশ্চিন্তার খবর, সেটি হল কনটেইনমেন্ট জোনগুলিতে যেখানে করোনা নির্দেশনামা অক্ষরে অক্ষরে মেনে চলার কথা, সেখানে শোনা যাচ্ছে এলাকার বাসিন্দাদের একাংশ তার তোয়াক্কা করছে না। বিশেষজ্ঞদের মতে, এর ফলে কিন্তু রাজ্যের পরিস্থিতি আরো চরম অবস্থার দিকে যাবে। যদি এখন থেকেই প্রশাসন না ব্যবস্থা গ্রহণ করে। অন্যদিকে কলকাতা পৌরসভা থেকে জানানো হয়েছে কনটেইনমেন্ট জোনের মধ্যে নিয়ম ভাঙ্গার কথা তাঁদের কানেও এসেছে। আপাতত এই পরিস্থিতিতে কি ব্যবস্থা গ্রহণ করা হয়, সেদিকে লক্ষ্য থাকবে ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!