এখন পড়ছেন
হোম > রাজনীতি > রাজ্যে নিষিদ্ধ হচ্ছে প্লাস্টিক, বিধানসভায় জানিয়ে দিলেন হেভিওয়েট মন্ত্রী!

রাজ্যে নিষিদ্ধ হচ্ছে প্লাস্টিক, বিধানসভায় জানিয়ে দিলেন হেভিওয়েট মন্ত্রী!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- দীর্ঘদিন ধরেই প্লাস্টিক বন্ধের জন্য নানা প্রচার চালিয়েছে রাজ্য। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। তবে এবার অবশেষে এই ব্যাপারে করার সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার। যেখানে আজ রাজ্য বিধানসভায় 75 মাইক্রোনের নীচে প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করার কথা জানিয়ে দিয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।

সূত্রের খবর, আজ রাজ্য বিধানসভার অধিবেশন অনুষ্ঠিত হয়। আর সেখানেই প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করার ব্যাপারে একটি ঘোষণা করেন ফিরহাদ হাকিম। যেখানে তিনি বলেন, “জুলাই মাস থেকেই 75 মাইক্রোনের নিচে প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করা হবে।” ইতিমধ্যেই বেশ কিছু প্লাস্টিক কোম্পানিকে এই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে বলে খবর। স্বভাবতই পরিবেশ রক্ষায় রাজ্যের এই উদ্যোগ যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!