এখন পড়ছেন
হোম > রাজ্য > রাজ্য বিজেপির সিদ্ধান্তে মুকুলের একক কর্মসূচি স্থগিত,কারণ নিয়ে জল্পনা

রাজ্য বিজেপির সিদ্ধান্তে মুকুলের একক কর্মসূচি স্থগিত,কারণ নিয়ে জল্পনা


আপাতত মুকুলের একক কর্মসূচি বন্ধ রাখল রাজ্য বিজেপি।স্থির ছিল ‘পরিবর্তনের পরিবর্তন’ -এর ডাক দিয়ে দু’-একজন রাজ্য দলের পরিচিত মুখ নিয়ে আগামী ২৩ ডিসেম্বর থেকে ‘একক’ জেলা সফর শুরু করবেন মুকুল রায়। কিন্তু সেই কর্মসূচি আপাতত স্থগিত হলো। তার পরিবর্তে ‘জনজাগরণ অভিযান’ করছে বঙ্গ বিজেপি। যেখানে মুকুল রায় থাকলেও অন্যান্যরাও সমান প্রাধান্য পাবে।এই নিয়ে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, ”আপাতত ওই কর্মসূচি বন্ধ রাখা হয়েছে। কোথাও কোথাও মুকুল রায়ের সঙ্গে আমরাও থাকব।”তিনি আরো জানান, ”বিজেপি’র পক্ষে যে ঢেউ রয়েছে, তা আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য জনজাগরণ অভিযান।” ঠিক হয়েছে আগামী ২৪ ডিসেম্বর থেকে ১৫ দিনের একটি কর্মসূচি হবে যার নাম ‘জনজাগরণ কর্মসূচি’। এই কর্মসূচিতে রাজ্য বিজেপি বাহিনী তিনটি টিমে ভাগ হয়ে যাবে।একটিতে থাকবেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, জয় বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়।এই টিমটির নেতৃত্ব দেবেন দিলীপ ঘোষ। দ্বিতীয়টিতে থাকবেন কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহ। তিনি আর নেত্রীরও দেবেন আর রাহুলবাবুর সাথে থাকবেন মহিলানেত্রী লকেট চট্টোপাধ্যায় ও সাংসদ জর্জ বেকার।আর তৃতীয়টিতে মুকুল রায়।তাঁর নেতৃত্বে সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় এবং প্রাক্তন বিধায়ক শমীক ভট্টাচার্য।প্রত্যেকটি টীম একটি করে সমাবেশ করবেন। তবে সাংসদ সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়াকে কোনও টিমেই রাখা হয়নি।আর তাই নিয়েও প্রশ্ন উঠেছে। এছাড়া হঠাৎ করে কেন মুকুলবাবুকে একক কর্মসূচি করতে দেওয়া হলো না তা নিয়েও প্রশ্ন উঠেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!