এখন পড়ছেন
হোম > জাতীয় > হাজার হাজার ভিভিপ্যাট মেশিনে গোলমাল, তীব্র বিতর্ক গুজরাট নির্বাচনের আগে

হাজার হাজার ভিভিপ্যাট মেশিনে গোলমাল, তীব্র বিতর্ক গুজরাট নির্বাচনের আগে


ভোটের ঢাকে কাঠি পড়তেই তীব্র বিতর্ক শুরু হয়ে গেছে গুজরাটে। ডিসেম্বরেই দুই ধাপে গুজরাত বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে, এই প্রথম গুজরাতের বিধানসভা নির্বাচনের ১৮২টি আসনের সমস্ত জায়গায় ভিভিপ্যাট মেশিন ব্যবহার করা হবে। কিন্তু নির্বাচন কমিশন ভোটের জন্য গুজরাতে আসা ৩৫৫০টি ভিভিপ্যাট মেশিন বাতিল করেছে। সবচেয়ে বেশি মেশিন বাতিল হয়েছে জামনগরে, তারপরে রয়েছে দেবভূমি দ্বারকা ও পাতান জেলা। এর পাশাপাশি ৫২৪৫টি কন্ট্রোল ইউনিট ও ২৯০৭টি ব্যালট ইউনিটও খারাপ হয়ে গিয়েছে যা ফেরত পাঠানো হয়েছে। আর এরফলে বিরোধীরা আওয়াজ তীব্র করতে শুরু করেছে যে ভিভিপ্যাট মেশিন চালু হওয়ায় কারচুপি ধরা সহজ আর তাই বিজেপি ব্যাকফুটে, তাই এইভাবে ভিভিপ্যাট মেশিন খারাপ হওয়া সামনে আসতে শুরু করেছে।
গুজরাতে সবমিলিয়ে মোট ৭০হাজার ১৮২টি ভিভিপ্যাট মেশিন ব্যবহার করার কথা। এর মধ্যে ৪৬ হাজার নতুন যন্ত্র। যেগুলি বেঙ্গালুরু ও হায়দরাবাদ থেকে আনা হয়েছে। বাকীগুলি পাঞ্জাব, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, ঝাড়খণ্ড, হরিয়ানা, গোয়া ও কর্ণাটক থেকে আনা হয়েছে। তবে বিতর্ক উড়িয়ে কমিশন সূত্রে খবর, গোলমাল থাকা ভিভিপ্যাট যন্ত্রগুলি ফ্যাক্টরিতে পাঠিয়ে সারানো হবে আর যেগুলিতে সামান্য গোলমাল রয়েছে সেগুলি ঠিক করে তবেই নির্বাচনের কাজে ব্যবহার করা হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!